ঢাকা: একটাই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে, ভালো খেলবে। বাংলাদেশ, ক্রিকেটের মধ্য দিয়েই পুরো বিশ্বে পরিচিত হবে।
শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে মোহাম্মদ আমজাদ হোসাইন এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, সম্প্রতি ক্রিকেটে বাংলাদেশ দলের জয় আমরা কমই দেখি। গ্যালারিতে কিংবা টিভি পর্দায় বাংলাদেশকে যখন হারতে দেখি তখন আমারা ১৬ কোটি বাঙালি চোখের পানি ধরে রাখতে পারি না।
বাংলাদেশের এই হার কি বহির্বিশ্বের কোনো ষড়যন্ত্র? আমাদের ক্রিকেট কি গ্রাস হয়ে যাচ্ছে?
আমজাদ হোসাইনের এমন প্রশ্নের উত্তর জানান অঘোর মণ্ডল।
তিনি বলেন, ক্রিকেট বিশ্বের অনেক ঘটনা দেখে আপনার মনে হতেই পারে ষড়যন্ত্র। কিন্তু বাস্তবতার নিরিখে দেখলে বলতেই হবে বাংলাদেশ টিম জেতার মতো পারফর্ম করতে পারছে না। তবে কিছু কিছু ম্যাচে ব্যক্তিগত বা দলগত পার্ফমেন্স খুব খারাপ তা বলা যাবে না।
তবে এসব পারফর্ম মূল্যহীন হয়ে যায় যদি দল না জেতে। মাঠের বাইরে ষড়যন্ত্র হচ্ছে না তা নয়। সেই ষড়যন্ত্রের জবাব হতে পারে শুধুই মাঠের পার্ফমেন্স। একটি উদাহরণ হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্ব কাপের আয়োজক হলেও তাকে খেলতে হচ্ছে বাছাই পর্বে! অথচ আগের চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ খেলেছে সরাসরি মূল পর্বে। আমাদের ক্রিকেট নিয়ে বহির্বিশ্বের ষড়যন্ত্র যদি কিছু থেকেও থাকে তা কাটিয়ে উঠতে হবে মাঠের পার্ফমেন্স দিয়েই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় খেলোয়ারকে আমরা টিভির পর্দায় বিদেশি বিভিন্ন পণ্য বা ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখতে পাই। ক্রিকেটাররা কি বিজ্ঞাপন দাতাদের অতিরিক্ত অর্থ পেয়ে খেলার চেয়ে বিজ্ঞাপনের গন্ডিতে বেশি চলে যাচ্ছেন?
জবাবে অঘোর মণ্ডল জানান, ক্রিকেটারদের মূল পেশা ক্রিকেট খেলা। ক্রিকেটে ভাল পারফর্ম করতে পারলেই প্রতিষ্ঠানগুলো ক্রিকেটারদের পেছনে ছুটবে এটা তাদের বোঝা উচিৎ। তবে বিজ্ঞাপন নয় ক্রিকেটারদের মনোযোগ বেশি থাকা উচিৎ খেলায়। ক্রিকেট বোর্ডেরও দেখা উচিৎ সিরিজ চলাকালীন ক্রিকেটাররা যেন বিজ্ঞাপনের শ্যুটিংয়ে বেশি মনোযোগী না হয়ে ওঠেন।
সম্প্রতি কিছু ক্রিকেটারের পারফর্ম দেখলে মনে হয় ক্রিকেটের চেয়ে বিজ্ঞাপনের দিকেই তাদের মনোযোগ বেশি।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
** কোচ নিয়ে নতুন ভাবনার সময় এসেছে
** মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়
** জেতার জন্য টাইগারদের দলীয় পারফরম্যান্স দরকার
** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না