ঢাকা: সাম্প্রতিক ৬-৭ ম্যাচ ধরে দেখতেছি বাংলাদেশ জিতে জিতে হেরে যাচ্ছে যা আসলেই মেনে নেওয়া সম্ভব নয় আমাদের ক্রিকেট পাগল জাতীর পক্ষে। ক্রিকেট নিয়ে এমনই আবেগ প্রকাশ করলেন শিক্ষার্থী রাজু।
কেমন ক্রিকেট চাই শীর্ষক বাংলানিউজের নাগরিক মন্তব্যে এমন অনুভূতি প্রকাশ করেন রাজু।
তার মতে, আমাদের ৫-৬ নম্বর পজিসনটা নাসিরকে দিয়ে হচ্ছে না, তার পাশে জিয়াউর রহমানকে দরকার।
প্রধান নির্বাচকের সততা নিয়ে প্রশ্ন তুলে রাজু বলেন, আমরা কখনো ক্রিকেটের ভেতরে রাজনীতি মেনে নিবো না।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪