ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তনের সময় এখনো হয়নি বলে মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মণ্ডল মোহাম্মাদ আরিফ।
শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নেওয়া এক প্রবাসীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, বন্ধু তার মন্তব্যে বলেছেন ক্রিকেট টিমের নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।
আমরা অনেক সময় দেখি খেলোয়াড়দের নিয়ে অনেক ক্রিকেটপ্রেমি, সাবেক ক্রিকেটার বা সাহিত্যিক, গায়ক ও দর্শকরা বিভিন্ন ধরণের মন্তব্য করেন। যা ক্রিকেটারদের জন্য মানসিক চাপ। যে কারণে তারা স্বাধীনভাবে খেলতে পারেন না এবং গোটা টিমের পারফর্ম খারাপ হয়।
দলে নেতৃত্বে পরিবর্তন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশিষ্ট ক্রীড়ালেখক ও বিশ্নেষক অঘোর মণ্ডল বলেন, এখনো মুশফিকের পরিবর্তনের সময় হয়নি। তিনি উইকেটের পেছনে বা সামনে পারফর্ম করছেন। কিন্তু তার দল পারফর্ম করছেন না। এখন বিষয়টি হলো এই, মুশফিকের বিকল্প তৈরি করতে হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪