এখনই মুশফিকের নেতৃত্বের উপর থেকে আস্থা হারানোর পক্ষে নন ক্রিকেট বিশ্লেষক অঘোর মন্ডল।
শুক্রবার বাংলানিউজে ‘কেমন ক্রিকেট চাই’ এই শীর্ষক নাগরিক মন্তব্যে দুবাই থেকে অংশ নেওয়া মোহাম্মদ রিয়াদের এক প্রশ্নের জবাবে এই অভিমত দেন,
রিয়াদের প্রশ্ন ছিল দলের ব্যর্থতার দায়ভার নিয়ে মুশফিকুর রহিম পদত্যাগ করছেন না কেন?
অঘোর মন্ডলের মতে, বাংলাদেশের সংস্কৃতিতে পদত্যাগ বলে কিছু আছে তা মনে হয় না।
সর্বশেষ বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে মুশফিক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেটাও মনে করিয়ে দিলেন অঘোর মন্ডল, গত জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মুশফিক। বোর্ড কর্তারাই তাকে মত বদলাতে অনুরোধ করেছিলেন। আবার ২০১৫ সাল পর্যন্ত তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন।
বর্তমান অধিনায়কের পরীক্ষা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে মনে করেন তিনি, মুশফিকের আসল পরীক্ষা ২০১৫ বিশ্বকাপ। সেখানে সফল না হলে অধিনায়কের পদে মুশফিকের থাকা উচিত হবে কি না সেটা তিনিই ভালো বলতে পারবেন।
এখনই মুশফিকের উপর আস্থা হারানোর পক্ষপাতী নন অঘোর মন্ডল, তবে এখনই তার উপর থেকে আস্থা হারানোর মতো অবস্থা হয়নি। অধিনায়ক কিন্তু পারফর্ম করে যাচ্ছেন। দল হিসেবে সাফল্যটা পাচ্ছেন না। সেটা অধিনায়কের ব্যর্থতা বটে। তারপরও এই মুহূর্তে মুশফিকের বিকল্প বলে বাংলাদেশ দলে কেউ কি আছে?
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৪
**সিরিজ চলাকালীন শ্যুটিং নয়
** কোচ নিয়ে নতুন ভাবনার সময় এসেছে
** মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়
** জেতার জন্য টাইগারদের দলীয় পারফরম্যান্স দরকার
** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না