ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন অঘোর মন্ডল

রাজনীতিমুক্ত হোক দল, খেলোয়াড়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, মার্চ ১৪, ২০১৪
রাজনীতিমুক্ত হোক দল, খেলোয়াড়

ঢাকা:  ক্রিকেটকে রাজনীতি মুক্ত করা কঠিন মন্তব্য  করে ক্রিকেট বিশ্লেষক অঘোর মন্ডল বলেছেন, ক্রিকেট রাজনীতি, ক্রিকেট, কূটনীতি এসব তার নিজস্ব জায়গাতেই থাকবে। মুখে যতই বলি যে খেলাধুলা বা ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখতে হবে।

কিন্তু আদৌ তা সম্ভব নয়।

শুক্রবার বাংলানিউজে ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে দুবাই প্রবাসী চট্টগ্রামের রিয়াজের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অঘোর মন্ডল বলেন, অলিম্পিক গেমসও রাজনীতি মুক্ত হতে পারেনি। ভবিষ্যতে পারবে বলে আশা করা যায় না। তবে এ রাজনীতির প্রভাব দলের ওপর যাতে না পড়ে সে বিষয়ে নজর রাখা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, মুখে সব খেলাকে রাজনীতিমুক্ত রাখার কথা বললেও সেটা আমরা রাখতে পারি  না।
‘ক্রিকেটকেও কী রাজনীতিমুক্ত করতে পেরেছি?’ প্রশ্ন তুলে অঘোর মন্ডল বলেন, পারিনি। পারলে নিরেট ক্রিকেট সংগঠকদের আমাদের ক্রিকেট অঙ্গনে উদ্বাস্তুর মত ঘুরে বেড়াতো হত না। তারপরও আশাবাদী হয়ে বলতে হবে, দলীয় রাজনীতি থেকে মুক্ত থাক আমাদের ক্রিকেট, দল আর খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

**মুশফিকের উপর এখনই আস্থা হারানো নয়

** সিরিজ চলাকালীন শ্যুটিং নয়
** কোচ নিয়ে নতুন ভাবনার সময় এসেছে
** মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়
** জেতার জন্য টাইগারদের দলীয় পারফরম্যান্স দরকার

** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।