ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন অঘোর মন্ডল

জিয়াকে উপেক্ষা করে ফরহাদকে নেওয়ার কারণ অজানা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, মার্চ ১৪, ২০১৪
জিয়াকে উপেক্ষা করে ফরহাদকে নেওয়ার কারণ অজানা

ঢাকা: অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি’র জন্য পারফেক্ট জিয়াউর রহমান। তাকে বাদ দিয়ে গত দুই ম্যাচের ‘খলনায়ক‘ ফরহাদ রেজাকে কেন দলে নেওয়া হলো-জানতে চেয়েছেন ঢাকা ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থী শাখাওয়াত হোসাইন আকাশ।



শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এমনটি জানতে চান যাত্রাবাড়ির বাসিন্দা এ ক্রিকেটপ্রেমী।

তার প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্রীড়া বিশ্লেষক অঘোর মন্ডল।

তিনি বলেন, জিয়া অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ উইনার। যে কোনো ম্যাচের রং পাল্টে দিতে তার ব্যাটিং, বোলিং দু’টোই কার্যকর ভূমিকা রাখতে পারে, নির্বাচকদেরও সেটা অজানা নয়। তারপরও কেনো তাকে উপেক্ষা করা হলো সেটাই সবার কাছে অজানা।

অঘোর বলেন, ফরহাদ রেজা জিয়ার মতোই অলরাউন্ডার। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে অবশ্যই ফরহাদ রেজার চেয়ে এগিয়ে থাকবেন জিয়া। তারপরও নির্বাচকরা ফরহাদ রেজার ওপরই আস্থা রেখেছেন। কিন্তু কেন? সেটা তারাই ভালো জানেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

**রাজনীতিমুক্ত হোক দল, খেলোয়াড়
**মুশফিকের উপর এখনই আস্থা হারানো নয়
** সিরিজ চলাকালীন শ্যুটিং নয়
** কোচ নিয়ে নতুন ভাবনার সময় এসেছে
** মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়
** জেতার জন্য টাইগারদের দলীয় পারফরম্যান্স দরকার

** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।