ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বোলিং-ব্যাটিংয়ে ভালো চান বাহরাইন প্রবাসী শিহাব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, মার্চ ১৪, ২০১৪
বোলিং-ব্যাটিংয়ে ভালো চান বাহরাইন প্রবাসী শিহাব

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের কাছে শুধু জয় প্রত্যাশা করি। এক্ষেত্রে তাদের বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই ভালো করতে হবে।



বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে বাহরাইন প্রবাসী শিহাব আল মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, টাইগারদের ওপেনিং জুটি বাজে শটে ক্যাচ দিয়ে আউট হওয়া হতাশাজনক। প্রায় ম্যাচেই প্রথম ওভারে এমনটা হয়। তবে এর থেকে তাদের বেরিয়ে আসতে হবে।

শিহাব আল মাহমুদ বলেন, বোলিং ও ব্যাটিং দুই বিভাগে ফিনিশিং ভালো করছে না টাইগাররা। গেল এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজে এমনটা হয়েছে। এজন্য আমরা অনেক ম্যাচ জিতে গিয়েও হেরে যাচ্ছি।  

বাজে শট খেলে আউট হয়ে যাওয়ার বদ অভ্যাস ত্যাগ করা জরুরি বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।