ঢাকা: ঘরোয়া ক্রিকেট লিগে বিদেশি তারকা ক্রিকেটারদের খেলানোর পরামর্শ দিয়েছেন ক্রীড়া বিশ্লেষক অঘোর মন্ডল।
শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে ঢাকার চাকরিজীবী ওয়াহিদুজ্জামানের করা এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।
অঘোর মন্ডল বলেন, ঘরোয়া লিগে খেলোয়াড়দের খেলানোর দায়িত্বে থাকেন ক্লাব কর্মকর্তারা। তারা আসলে নামেমাত্র একটা লিগ চালানোর জন্যই ব্যস্ত থাকেন। ক্রিকেটের উন্নয়নের কথা খুব একটা মাথায় রাখেন বলে মনে হয় না।
এ ক্রীড়া বিশ্লেষক বলেন, অথচ এক সময় আমাদের ঘরোয়া লিগে বিশ্বসেরা অলরাউন্ডার ওয়াসিম আকরাম, সনাৎ জয়সুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা, নেইল ফেয়ারব্রাদারের মতো উঁচু মানের ক্রিকেটাররা খেলেছেন। এর ইতিবাচক প্রভাবই পড়েছিল বাংলাদেশের ক্রিকেটে। ওই সময় ঘরোয়া ক্রিকেটেও ৩০ থেকে ৪০ হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতেন। ওটাই ছিল বাংলাদেশের ক্রিকেটের বড় সম্পদ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পেছনেও দর্শক ছিল বড় ফ্যাক্টর।
তিনি বলেন, কিন্তু এখন সেই ঘরোয়া ক্রিকেট রঙ হারিয়েছে। ঢাকার লিগে গ্যালারি থাকে ফাঁকা। দর্শক টানার নতুন চিন্তাও কেউ করেন না। যে কারণে কেনিয়া-জিম্বাবুয়ের দেশের ক্রিকেটারদের এনে খেলানো হচ্ছে।
তিনি বলেন, ক্রিকেট ঘিরে ব্যবসাটাই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে অনেক ক্ষেত্রে। তবে এ বিষয়ে ক্রিকেট বোর্ডের কিছু দায়িত্ব থাকা উচিত। বোর্ডের উচিত বিদেশি ক্রিকেটারদের জন্য একটা মানদণ্ড ঠিক করা। হতে পারে সেটা এরকম যে, শুধু যেসব ক্রিকেটাররা বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন বা খেলছেন তারাই শুধু বিদেশি খেলোয়াড়ের কোটায় ঢাকার লিগে খেলার সুযোগ পাবেন।
অঘোর বলেন, উন্নত মানের বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশের লিগে খেললে স্থানীয় খেলোয়াড়দের আরও অভিজ্ঞতা বাড়বে। তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাবেন আমাদের তরুণ খেলোয়াড়রা। এটা পরবর্তী সময়ে তাদের ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
**জিয়াকে উপেক্ষা করে ফরহাদকে নেওয়ার কারণ অজানা
**রাজনীতিমুক্ত হোক দল, খেলোয়াড়
**মুশফিকের উপর এখনই আস্থা হারানো নয়
** সিরিজ চলাকালীন শ্যুটিং নয়
** কোচ নিয়ে নতুন ভাবনার সময় এসেছে
** মনোবলে ঘাটতি: দায়টা এককভাবে ক্রিকেটারদের নয়
** জেতার জন্য টাইগারদের দলীয় পারফরম্যান্স দরকার
** পেশাদারদেরই ক্রিকেট বোর্ডে থাকা উচিৎ
** পারফরম্যান্স বিচারে জিয়ার দলভুক্তির দাবি অযৌক্তিক নয়
** নাসিরের পারফরমেন্সে ঘাটতি পরিষ্কার
** ফিল্ডিংয়ে উন্নতিতে দরকার বাড়তি পরিশ্রম
**আফগানদের বিরুদ্ধে হার ক্রিকেটীয় অঘটন
** প্রস্তুতি ম্যাচ ব্যয়বহুল, কৌশলগত কারণে দলগুলোও সম্প্রচার চায় না