ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ক্রিকেট টিমে যেন রাজনীতির আচড় না পড়ে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, মার্চ ১৪, ২০১৪
ক্রিকেট টিমে যেন রাজনীতির আচড় না পড়ে

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট টিমে অনৈক্য দেখা দিয়েছে আশঙ্কা প্রকাশ করে শহীদুল আলম ইমরান বলেছেন, ক্রিকেটে যেন দেশের রাজনীতির নোংরা আচড় না পড়ে।  

জয় পেতে হলে যে কোনো দলেরই ধারাবাহিকতা থাকতে হয়, যা আমাদের ক্রিকেটারদের নেই বলেও মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, সব ম্যাচে জিততে হবে, এটা আশা করা ঠিক নয়, কারণ সব ম্যাচ জেতার সামর্থ কোনো দলেরই নেই। অন্য দলগুলোও মাঠে নামে জয়ের আশায়।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট টিমে অনৈক্য দেখা দিয়েছে মন্তব্য করে শহীদুল আলম বলেন,  সদ্যসমাপ্ত এশিয়া কাপ প্রসঙ্গে সহকর্মীদের সঙ্গে আমার এক ধরনের বাজি ছিল- ‘বাংলাদেশ একটি ম্যাচেও জিততে পারবে না’। কারণ জানা না থাকলেও এটি উপলব্ধি করতে পেরেছিলাম টাইগারদের দলে কিছু একটা হয়েছে!

তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, বেশ কয়েক মাস থেকে আমার মনে হচ্ছিল অনেক রেকর্ড গড়া আর ১৬ কোটি বাঙালির উচ্ছ্বাসের এই স্থানে কেন যেন ফাটল ধরেছে। অনেকদিন ধরে মনে হচ্ছিল টিমের মধ্যে অনৈক্যও দেখা দিয়েছে। এশিয়া কাপেই তার প্রমাণ মিলেছে।

ক্রিকেট টিমের ওপর দেশের রাজনীতির নোংরা আচড় যেন না পড়ে দাবি করে শহীদুল আলম বলেন, তা হলে আর ক্রিকেটের ধ্বংস ঠেকানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।