ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

অন্য প্রান্তের ব্যাটসম্যানকে সাহস যোগাবেন সাকিব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, মার্চ ১৪, ২০১৪
অন্য প্রান্তের ব্যাটসম্যানকে সাহস যোগাবেন সাকিব

ঢাকা: ব্যাটিংয়ের সময় ক্রিজের অন্য প্রান্তে থাকা ব্যাটসম্যানকে সাকিব সাহস যোগাবেন- এমনটা মনে করেন হিমাদ্রী নন্দী।

শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ অভিমত জানান।



তিনি বলেন, খেলোয়াড়দের এখনো পেশাদারি মনোভাবের অনেক অভাব। সাকিবকে অন্য প্রান্তের জুনিয়র ব্যাটসম্যানকে সাহস যোগাতে হবে। মাঠে ওকে দলের অংশ কখনই মনে হয় না।

হিমাদ্রী বলেন, মাঠে তামিমের হাঁটাচলার কষ্ট দেখে যেন আমাদেরই কষ্ট হয়! খেলোয়াড়দের এমন তো হওয়া উচিত নয়।

তিনি বলেন, বোলারদের অ্যাগ্রেসিভনেস কম। মাশরাফির অ্যাটিটিউড পুরো দলে ছড়ানো দরকার। তিনিই দলের প্রকৃত টাইগার। আর নাসিরের সমস্যার সমাধান যত শিগগিরই হয় ততই মঙ্গল।

মুশফিকের আরও পজিটিব হওয়া বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।