ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ঠাণ্ডা মাথায় খেলার পরামর্শ মালয়েশিয়ার নয়নের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, মার্চ ১৪, ২০১৪
ঠাণ্ডা মাথায় খেলার পরামর্শ মালয়েশিয়ার নয়নের

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের পরিস্থিতি বুঝে ঠাণ্ডা মাথায় খেলার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রবাসী মো. নাসিফ হোসেন নয়ন।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।

একইসঙ্গে ক্রিকেট দলের কাছে প্রত্যাশা প্রকাশের সুযোগ দেওয়ায় বাংলানিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা পড়ুয়া নয়ন।

তিনি বলেন, দল আমাদের যে উপহারই দিক না কেন। আমরা সবসময়ই তাদের নিয়ে আশাবাদী। আমার মতে, তারা সবসময় সেরাটা খেলতে চায় এবং খেলেও।

কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতির বিপরীতে খেলায় হতাশা প্রকাশ করে নয়ন পরামর্শ দিয়ে বলেন, আমার অনুরোধ তারা যেন পরিস্থিতির সঙ্গে মিল রেখে সবসময় মাথা ঠাণ্ডা রেখে খেলে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।