ঢাকা: ম্যাচের প্রথম ১০ ওভারের মতো সিরিয়াস ফিল্ডিং পুরো ম্যাচে দেখতে চান যশোরের ছাত্র মো. রিয়াজ হাসান শাকিল।
শুক্রবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ সবসময় প্রথম ১০ ওভার ভালো ফিল্ডিং করে। অনেক সিরিয়াস থাকে। কিন্তু পরের ওভারগুলোতে দেখা যায় গা ছাড়া ভাব। এই জায়গাটায় উন্নতি প্রয়োজন।
শাকিল আরও বলেন, টি-টোয়েন্টির জন্য মাহমুদুল্লাহ ও ফরহাদ রেজার দরকার নেই। তারা অনেক স্লো খেলেন। এ তুলনায় জিয়াউর রহমান দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন প্রতি ম্যাচে রান করতে পারে না। জিয়াকে দলে রাখা দরকার ছিল।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪