ঢাকা: টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে অযোগ্য হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা মো. কামরুল হাসান।
এছাড়া সাম্প্রতিক সময়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় ফরহাদ রেজা ও নাসির হোসেনকে বাদ দেওয়ার অভিমত ব্যক্ত করেছেন অনেকে।
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তারা এ অভিমত ব্যক্ত করেন।
এছাড়া আসন্ন টি-টোয়েন্টিতে অলরাউন্ডার জিয়াউর রহমানকে দল খুব মিস করবে বলেও উল্লেখ করেন কামরুল নামে এক ক্রিকেটপ্রেমি।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসির হোসেনের পরিবর্তে সাব্বির রহমানকে নেওয়ার দাবি জানিয়েছেন মো. রফিকুল ইসলাম। সিলেটের সংস্কৃতিকর্মী একুশ তারফদারও সাব্বিরকে একাদশে দেখতে চান।
আর মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন তানভীর সোবহান ও ইমন।
সাকিব, তামিম ছাড়া টি-টোয়েন্টি টিম অসম্পূর্ণ জানিয়ে হিমাদ্রী নন্দী বলেন, ব্যাটিংয়ের সময় ক্রিজের অন্য প্রান্তে থাকা ব্যাটসম্যানকে সাহস যোগাবেন সাকিব।
ফরহাদ রেজাকে নেওয়া মানে অযথা দলের বোঝা বাড়ানো এমনই মন্তব্য করেন চট্টগ্রামের বাসিন্দা কামরুল।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪