ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন রফিকুল বাসার

কম খরচে স্থায়ী কেন্দ্র হচ্ছে না

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, মার্চ ১৯, ২০১৪
কম খরচে স্থায়ী কেন্দ্র হচ্ছে না

ঢাকা: ২০১১ সালে কুইক রেন্টাল স্থাপনের পর ২০১৪ সাল নাগাদ বিদ্যুতের দাম কমার কথা ছিলো। কিন্তু দাম না কমে আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণ কি, জানতে চেয়েছেন চট্টগ্রামের রফিকুল ইসলাম।

 

বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো?’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ  বিষয়ে জানতে চান তিনি।

তার প্রশ্নের উত্তরে বিদ্যুতের দাম বাড়ার কারণ জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি বিষয়ক স্পেশালিস্ট সাংবাদিক রফিকুল বাসার।

রফিকুল বাসার বলেন, বিদ্যুতের দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে  কম উপাদন খরচে বড় ও স্থায়ী বিদ্যুত কেন্দ্র স্থাপন না করা। পরিকল্পনা অনুযায়ী ২০১৪ সাল নাগাদ কম উৎপাদন খরচে যে বিদ্যুত কেন্দ্রগুলো আসার কথা ছিলো সেগুলো আসেনি। এমনকি অনেকগুলোর কাজই শুরু হয়নি।

যে কারণে আবার বেশি দামে ওই বিদ্যুত কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে বিদ্যুতের এ বোঝা আমাদের আরও অনেক দিন বয়ে বেড়াতে হবে।  

অথচ এসব উৎপাদনের জন্য যথেষ্ট জ্বালানি আম‍াদের ছিল। সেগুলো ব্যবহার করা হয়নি, এমনকি আজও সেসব জ্বালানি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

**বিদ্যুতের সিস্টেম লস কমানো জরুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।