ঢাকা: বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না বলে মন্তব্য করেন ধানমণ্ডির মোহাম্মদ নিজাম উদ্দিন।
বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো?’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এক ই-মেইল বার্তায় তিনি বলেন, জনগণের সরকার হয়ে কি করে সরকার বিদ্যুতের দাম না কমিয়ে উল্টো বাড়ানোর পরিকল্পনা করে? যেখানে প্রতি বছর হাজার হাজার টাকা বাড়তি বাড়ি ভারা গুনতে হচ্ছে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী, সেখানে বিদ্যুতের দাম বাড়ানো খুবই অযৌক্তিক।
বর্তমান সরকারের বিদ্যুতের ক্ষেত্রে অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, এ সরকার বিদ্যুতের কল্যাণে অনেক ভালো অবদান রেখেছে এবং লোডসেডিংকে প্রায় বিদায় দিয়েছে।
কিন্তু এ ক্ষেত্রেও দাম বার বার না বাড়িয়ে বিদ্যুতের অপচয় রোধে কার্যকর ও বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকারের মনিটরিং ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন নিজাম উদ্দিন।
সেসঙ্গে সরকার তার এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪