ঢাকা: বিদ্যুতের দাম বৃদ্ধি মাহমুদ হোসেনের ওপর তেমন প্রভাব ফেলেনি বলে মন্তব্য তার। এ বিদ্যুৎ গ্রাহকের দাবি, দাম বৃদ্ধির পর তিনি দিনে ২৩ ঘণ্টা বিদ্যুৎ পান।
বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
ই-মেইলে পাঠানো বার্তায় তিনি বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধি আমাকে খুব একটা এফেক্ট করে নাই। যার সমীকরণ এ রকম আগে বাসায় বিদ্যুৎ থাকতো ৬-৮ঘন্টা সর্বোচ্চ, বিল আসতো ৮০০ থেকে ৯০০ টাকা। সাথে আইপিএস এডিশন ছিলো। বর্তমান মূল্য বৃদ্ধির পরে বিদ্যুৎ সাড়ে তেইশ থেকে চব্বিশ ঘণ্টা থাকে, আমাকে বিল দিতে হয় ১৮০০ থেকে ২১০০ টাকা।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪