ঢাকা: বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে কমিশন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেগুলাটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ।
বুধবার বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম?‘ শীর্ষক নাগরিক মন্তব্যে এক পাঠকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিদ্যুতের গ্রাহক মনিরুজ্জামান নাগরিক মন্তব্যে অংশ নিয়ে প্রশ্ন করেন- বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের আয়ের উৎস অনলাইনে দেয়া হউক।
তাদের এবং পরিবারের সদস্যদের সব লেনদেন কোনো ব্যংক গোপন করলে ওই ব্যংককেও জরিমানার আওতায় আনা প্রয়োজন।
এ প্রসঙ্গে ড. সেলিম মাহমুদ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলাটরি কমিশন বিদ্যুতের সার্বিক বিষয় দেখভাল করে। কোনো কর্মকর্তা-কর্মচারীর আয়ের হিসাব নেওয়া প্রতিষ্ঠানের এখতিয়ারভূক্ত নয়। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি।
বাংলাদেশ সময়: ১১২৫ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪