ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন ড. সেলিম মাহমুদ

বিদ্যুতের দাম বৃদ্ধি বিইআরসি নিয়ন্ত্রণ করে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, মার্চ ১৯, ২০১৪
বিদ্যুতের দাম বৃদ্ধি বিইআরসি নিয়ন্ত্রণ করে

ঢাকা: কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো? শীর্ষক পাঠক মতামত জরিপে মো: মনিরুজ্জামান নামে এক পাঠকের প্রশ্ন ছিল বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কারা। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ জানান, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিয়ন্ত্রণ করে।



প্রথমত দুটি কারণে সরকারের বাইরে বিইআরসি এর মতো স্বাধীন রেগুলেটরি কমিশন বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের মূল্য নির্ধারণ করে থাকে। প্রথমত, রাজনৈতিক সরকারের পক্ষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত ‘পলিটিক্যালি সেনসেটিভ’ সিদ্ধান্ত নেওয়া কঠিন। এ ধরনের কাজ সরকারের বাইরে স্বাধীন কোন কর্তৃপক্ষের পক্ষে করা সম্ভব।

দ্বিতীয়ত,  এনার্জি সেক্টরে সরকার ও প্রাইভেট সেক্টরের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব থাকতে পার। সেক্ষেত্রে সরকারের হাতে কর্তৃত্ব থাকা উচিত না। দাম বৃদ্ধির ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় আনা হয়।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪


**অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বিইআরসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।