ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বকেয়া বিল আদায়ে সরকারকে কঠোর হতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, মার্চ ১৯, ২০১৪
বকেয়া বিল আদায়ে সরকারকে কঠোর হতে হবে

ঢাকা: বড় বড় ইন্ডাস্ট্রি ও কারখানার মালিকরা বকেয়া বিদ্যুত বিল পরিশোধ না করার কারণে এ দায় সাধারণ মানুষের ওপর পড়েছে বলে মনে করেন ধানমন্ডির শিক্ষার্থী আজম।

বুধবার বাংলানিউজের আয়োজনে ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ মতামত প্রকাশ করেন এ শিক্ষার্থী।



তার মতে, রাঘব বোয়ালদের বকেয়া বিল আদায়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাহলে সাধারণ মানুষের ওপর থেকে বাড়তি চাপ কমতো।

তিনি আরো বলেন, এ খাতের দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেত হবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুতের দাম নির্ধারণ করা উচিত।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।