ঢাকা: বিদ্যুতের সঙ্গে সংশ্লিষ্ট আমলা-কর্মকর্তা-কর্মচরীদের দুর্নীতি বন্ধ করলেই আর বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না বলে মন্তব্য করেন রাজবাড়ির মো. সোহেল মিয়া।
বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো?’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেগুলাটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ জানান, বিদ্যুতের সঙ্গে সংশ্লিষ্ট আমলা-কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ করলেই বিদ্যুতের দাম কমে যাবে এমনটা নাও হতে পারে, তবে খরচ হয়তো কিছুটা কমে আসবে।
তিনি বলেন, বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি বা ক্রয় চুক্তি সরকারের, সেটা আমাদের এখতিয়ারের বাইরে। তবে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে বা সিস্টেম লস হলে আমরা ব্যবস্থা নেবো।
ট্রান্সমিশনের ক্ষেত্রে সিস্টেমলস এখন আড়াই থেকে ৩ ভাগে নেমে এসেছে। ওই দিক থেকে সিস্টেমলস বা দুর্নীতি কমানোতে বিইআরসি পিছিয়ে নেই বলেও মন্তব্য করেন তিনি।
** অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বিইআরসি
** বিদ্যুতের দাম বৃদ্ধি বিইআরসি নিয়ন্ত্রণ করে
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪