ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন ড. শামসুল আলম

উদ্যোগের অভাব বিদ্যুত খাতে বড় সংকট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, মার্চ ১৯, ২০১৪
উদ্যোগের অভাব বিদ্যুত খাতে বড় সংকট ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: বিদ্যু‍ৎ খাতের দুর্নীতি চিহ্নিত করতে রাষ্ট্রের উদ্যোগ যথাযথভাবে চোখে পড়ছে না, এটাই বিদ্যু‍ৎ খাতে সবচেয়ে বড় সংকট।

বুধবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে এক পাঠকের প্রশ্নের জবাবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ও ডেফোডিল বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের ডিন ড. এম শামসুল আলম এ কথা বলেন।



নরসিংদী শহরের বাসিন্দা রাজু কুমার সাহার ‘ বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধ না হলে প্রতি বছরই বিদ্যুতের দাম বাড়বে-এমন মন্তব্যের সঙ্গে একমত  পোষণ করে করে তিনি বলেন, বিষয়টি যৌক্তিক।

চুয়েটের সাবেক এ অধ্যাপক বলেন, বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় ও ক্রয়মূল্যের সমন্বয় করা হয়। ভুর্তকি দিয়েও তা সমন্বয় করা হয়। এক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হয়ে থাকে তা বন্ধ হলে বিদ্যুতের আর্থিক ঘাটতি কমে আসবে এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির চাপ কমে আসবে।

ড. শামসুল আলম বলেন, বিদ্যুৎ খাতে কীভাবে ও কোন স্তরে এ দুর্নীতি হচ্ছে-এই নিয়ামক যথাযথভাবে চিহ্নিত করতে রাষ্ট্রকে উদ্যোগী হতে দেখা যাচ্ছে না, এটাই বিদ্যুৎ খাতের বড় সংকট।

 

** সৌর বিদ্যুতের ওপর জোর দেওয়া দরকার
** বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ভোক্তার স্বার্থ বিবেচিত হয় না
** মিটার পর্যবেক্ষণ অন্যের হাতে থাক
** ক্রয়মূল্য, বিতরণ ব্যয় নিয়েই মূল্য নির্ধারণ হয়

 

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।