ঢাকা: বাংলাদেশের আর্থসামাজিক পেক্ষাপটে সৌরবিদ্যুৎ বড় ধরনের কোন ভুমিকা রাখতে পারে না। গ্রীন ক্লাইমেট ফান্ডের আওতায় যেখানে গ্রীড বিদ্যুৎ পৌছানো সম্ভব নয়, সেখানে বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেয়া যেতে পারে।
এ মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক স্পেশালিস্ট সাংবাদিক রফিকুল বাসার এর।
বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে পাঠকদের এ বিষয়ক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল বাসার বলেন, সৌর বিদ্যুতের বর্তমান প্রযুক্তি বাংলাদেশ তথা তৃত্বীয় বিশ্বের কোন দেশের জন্য অর্থনৈতিকভাবে উপযুক্ত নয়। সৌর বিদ্যুৎ অনেক দামি এবং অনেক কম কাজে ব্যবহার করা হয়।
তিনি বলেন, শুধু ঘরের আলো জ্বালাতে এত বেশি টাকার বিনিয়োগ অপচয়ের সামিল। বিশ্ব পেক্ষাপটে এটি একটি নতুন বাণিজ্য, সেই বাণিজ্যে আমরা আমরা গিনিপিগ হবো কিন-না তা দেখা উচিৎ।
রফিকুল বাসার বলেন, এখনো পৃথিবীর কোথাও সৌর বিদ্যুতকে ভর করে দেশ চালানোর কথা ভাবা হয় না। পরীক্ষামূলকভাবে অল্পকিছুর এই প্রযুক্তির সঙ্গে থাকা যেতে পারে।
তিনি আরো বলেন, এখন বাংলাদেশের গ্রামের অনেক গরীব মানুষ অনেক উচ্চ মূল্য দিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার করে। এছাড়া শিল্প উৎপাদনে এর বিন্দুমাত্র ভুমিকা নেই।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
**সঠিক ব্যবস্থাপনায় বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব
**বিনিয়োগের টাকা দ্রুত তুলতেই দাম বাড়ানো
**কম খরচে স্থায়ী কেন্দ্র হচ্ছে না
**বিদ্যুতের সিস্টেম লস কমানো জরুরি