ঢাকা: বিদ্যুতের দাম কমিয়ে আলুর দাম বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের মুহাম্মদ বেলালউদ্দিন।
বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো?’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি অযৌক্তিক।
এ বিষয়ে বিদ্যুত ও জ্বালানি বিষয়ক সাংবাদিক রফিকুল বাসার বলেন, আমি মনে করি, দুটোরই ন্যায্যমূল্য হওয়া উচিত। আলুর অবস্থান আলুর কাছে আর বিদ্যুতের অবস্থান বিদ্যুতের কাছে, তবে একটি আরেকটির পরিপূরক।
আলু উৎপাদন করতে বিদ্যুৎ প্রয়োজন হয়। আবার বিদ্যুত উৎপাদনেও আলু প্রয়োজন। কেননা কৃষি একটি শিল্প। আর এই শিল্প থেকে আসা অর্থই বিদ্যুত উৎপাদনে ব্যবহার হয়।
আমরা যদি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হই, তবে অতিরিক্ত শস্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি যা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আর তখন বিদ্যুৎ কেন্দ্র আমদানি সহজ হবে।
কাজেই আমাদের দৈনন্দিন জীবনের জন্য ‘একটি করতে আরেকটি নয়’ এমন ভাবার কোনো অবকাশ নেই। দুটির কোনোটিই যাতে অবমূল্যায়িত না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ যিনি আলু উৎপাদন করেন তিনি আলু খান আবার তার বিদ্যুৎও প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
**সৌরবিদ্যুৎ বড় ভুমিকা রাখতে পারে না
**সঠিক ব্যবস্থাপনায় বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব
**বিনিয়োগের টাকা দ্রুত তুলতেই দাম বাড়ানো
**কম খরচে স্থায়ী কেন্দ্র হচ্ছে না
**বিদ্যুতের সিস্টেম লস কমানো জরুরি