ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

অবৈধ বিদ্যুৎ সংযোগ মনিটরিং নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, মার্চ ১৯, ২০১৪
অবৈধ বিদ্যুৎ সংযোগ মনিটরিং নেই

ঢাকা: সড়কের পাশে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও এগুলো মনিটরিং করার কেউ নেই দেখে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন আশিকুর রমান খান নামে এক গ্রাহক।

বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি মত প্রকাশ করেন।


 
তিনি বলেন, আমি বিদ্যুৎ গ্রাহক হিসেবে নিয়মিত বিল পরিশোধ করি। সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে, এগুলো যেনো দেখার কেউ নেই। অবৈধ সংযোগ ব্যবহারের পেছনে ক্ষমতাধর ব্যক্তিরা রয়েছে, তাই এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

বাংলাদেশ নির্দিষ্টকরে কোনো আবাসকি এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নেই, সবই এক। উদাহরণ হিসেবে তিনি বলেন, ঢাকা শহরে একটি এয়িার মধ্যে ১২টি গার্মেন্টস ফ্যাক্টরি, ৫/৬টি লেদার ফ্যাক্টরি এবং একটি স্বনামধন্য ফার্মাসিটিক্যাল কোম্পানি (নাম প্রকাশ করেননি তিনি) রয়েছে। এর ফলে ওই এলাকার আসাসিক বাসিন্দাদের মধ্যে একটা বাড়তি চাপ পড়ে। আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আবাসিক এলাকা ভাগ করা উচিত।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।