ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জানাচ্ছেন শামসুল আলম

তেলবিদ্যুৎ বাড়িয়ে চাহিদা কমানো অবাস্তব

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মার্চ ১৯, ২০১৪
তেলবিদ্যুৎ বাড়িয়ে চাহিদা কমানো অবাস্তব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তেলবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে চাহিদা কমাতে সরকারের পরিকল্পনাকে অবাস্তব বলেছেন বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক. ড. শামসুল আলম।

‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়নো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে চট্টগ্রামের গ্রাফিক্স ডিজাইনার সাইফুল ইসলামের ‘বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বাড়ে’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ড. শামসুল আলম এ কথা বলেন।



চুয়েটের সাবেক এ অধ্যাপক বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে লোডশেডিংয়ের কোনো সম্পর্ক নেই। ভর্তুকি কমাতে হবে, দাম বাড়াতে হবে-এটি সরকারের নীতি ও পরিকল্পনা।

চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন না হলে লোডশেডিং হবে মন্তব্য করে তিনি বলেন, সরকার তেলবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে  চাহিদা কমাতে চায়। কিন্তু এটি অবাস্তব পরিকল্পনা।

ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন শামসুল আলম বলেন, বিদ্যুৎ সংশ্লিষ্টদের দুর্নীতি কমানো এবং ‍উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যয় কমানোসহ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ‍সাশ্রয়ী প্রাথমিক জ্বালানি মিশ্র নিশ্চিত করে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির কৌশল গ্রহণের লক্ষ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সক্ষমতা, দক্ষতা ও ‍সুশাসন নিশ্চিত করতে না পারলে বিদ্যুতের দাম বৃদ্ধির পাশাপাশি লোডশেডিং বৃদ্ধির চাপ মোকাবেলা করা কঠিন হবে।

সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খান উন্নয়নের পরিকল্পনায় এ বিষয়টি এখনও গুরুত্ব না পাওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোচন বিলম্ব হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
**উদ্যোগের অভাব বিদ্যুত খাতে বড় সংকট
** সৌর বিদ্যুতের ওপর জোর দেওয়া দরকার
** বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ভোক্তার স্বার্থ বিবেচিত হয় না
** মিটার পর্যবেক্ষণ অন্যের হাতে থাক
** ক্রয়মূল্য, বিতরণ ব্যয় নিয়েই মূল্য নির্ধারণ হয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।