ঢাকা: বিদ্যুতের মূল্য বৃদ্ধি কখনও কখনও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি স্পেশালিষ্ট সাংবাদিক রফিকুল বাসার।
বুধবার বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নেয়া চট্টগ্রামের বিদ্যুৎ গ্রাহক বেলালে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বেলাল প্রশ্ন-দেশের অর্থনৈতিক গতি মন্থর হওয়ার পরও কী বিদ্যুতের দাম বৃদ্ধি করা যায়?
জবাবে রফিকুল বাসার বলেন, অবশ্যই যায় না। তবে অন্যান্য খাতকেও সচল রাখতে খরচের প্রয়োজন। বিদ্যুৎ সবার জন্য বিনামূল্যের নয়। কোনো একটি শ্রেণির জীবনযাত্রার মান কোন পর্যায়ে নিয়ে যেতে বিদ্যুতের দাম কী পরিমাণ নির্ধারণ করা হবে তা বিবেচনা করা উচিৎ।
তিনি আরও বলেন, প্রয়োজনে কোনো নির্দিষ্ট শ্রেণির, নির্দিষ্ট আয়ের মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া উচিৎ। আবার উল্টো দিকে প্রয়োজনে কোনো নির্দিষ্ট আয়ের ভোক্তার কাছে থেকে অনেক বেশি দাম নেয়া উচিৎ। দাম নির্ধারণের বিষয়টি কমিশনের দায়িত্ব। এখন দেখার বিষয় কমিশন তার দায়িত্ব কোনো অবস্থান থেকে দেখছে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
** বিদ্যুত ও কৃষি একটি অন্যটির পরিপূরক
** সৌরবিদ্যুৎ বড় ভুমিকা রাখতে পারে না
** সঠিক ব্যবস্থাপনায় বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব
** বিনিয়োগের টাকা দ্রুত তুলতেই দাম বাড়ানো
** কম খরচে স্থায়ী কেন্দ্র হচ্ছে না
** বিদ্যুতের সিস্টেম লস কমানো জরুরি