ঢাকা: দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ালে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন গাইবান্ধা সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র বিকাশ চন্দ্র।
বুধবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন ।
রংপুরের পীরগাছা চৌধুরানী এলাকার এই বাসিন্দা বলেন, বারবার বিদ্যুতের দাম বাড়ালে গ্রামের নিম্নআয়ের মানুষের ভোগান্তি বাড়বে। গ্রামাঞ্চলের অনেকেই এখনই সামান্য বিল পরিশোধ করতে পারে না। এরমধ্যে ফের দাম বাড়ানোর কারণে অনেকের বিদ্যুৎ বিল বকেয়া হওয়ার সম্ভাবনা আছে। এতে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।
গ্রামাঞ্চলের সিংহভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের বাইরে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
বিকাশ বলেন, শহরাঞ্চলে বিদ্যুতের অপচয় হচ্ছে নানাভাবে। এছাড়া বিদ্যুত অফিসেও চলছে নানা দুর্নীতি। এ নিয়ে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। দুর্নীতি বন্ধ না করে এ ভাবে দফায় দফায় দাম বাড়িয়ে বিদ্যুতের সমস্যা সমাধান করা যাবে না।
একই মন্তব্য করেছেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ।
তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে আমাদের নতুন সমস্যার সৃষ্টি হবে। বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দামে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪