ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

ফুটপাতের অবৈধ সংযোগ বন্ধ করতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, মার্চ ১৯, ২০১৪
ফুটপাতের অবৈধ সংযোগ বন্ধ করতে হবে

ঢাকা: ঢাকা শহরের ফুটপাতে অবৈধভাবে জ্বলতে থাকা বাতিগুলো বন্ধ করা গেলে এ খাতে অনেকটা সাশ্রয় হবে বলে মনে করেন প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরিজীবী হোসাইন আসিফ।

বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে রাজধানীর শ্যামলী থেকে অংশ নিয়ে তিনি এ মত প্রকাশ করেন।



দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে দাম বাড়ানো প্রয়োজন ছিলো না। সিস্টেম লস যদি কমানো যায় তাহলে এ সেক্টরে অনেকটা সাশ্রয় হবে। সিস্টেম লসের পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে বলে মনে করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।