ঢাকা: বছরের পর বছর আবেদন করেও গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। আবার অনেকে একদিনের মধ্যেই পেয়ে যান।
বুধবার বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক শহীদুল আলম ইমরান এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হোক আপত্তি নেই। তবে যখন দেখি এক ঘরে আলো জ্বললেও অন্য ঘর অন্ধকারে থাকে। অনেকে বছরের পর বছর আবেদন করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। আর একদিনের মধ্যেই অনেকে পেয়ে যান। বিষয়টি ভেবে দেখতে হবে।
শহীদুল আলম বলেন, দাম বাড়ানোর আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তাও দিতে হবে গ্রাহকদের।
বিদ্যুতের অপচয় রোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কয়েক হাজার পেট্রোলপাম্প রয়েছে যেগুলোতে দিন-রাতের তোয়াক্কা নেই। ২৪ ঘণ্টা লাখ লাখ বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। হিসেব করলে দেখা যায় দিনে গড়ে কত মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে। তাই বিষয়টি ভেবে দেখা দরকার।
এদিকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র মোহাম্মদ শেখ সাদী বলেন, বর্তমান সরকারের আমলেই বিদ্যুৎ খাতে অনেক উন্নতি হয়েছে এ কথা যেমন অস্বীকার করা যাবে না, ঠিক তেমনি বিদ্যুতের দাম আবারো বাড়ালে সাধারণ মানুষের যে ভোগান্তি বেড়ে যাবে তাও ছোট করে দেখা যাবে না।
তিনি বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে অপচয় রোধ করতে সরকারকে প্রথমে দৃষ্টি দিতে হবে এবং বিদ্যুৎ অপচয় রোধে কঠোর তদারকি করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪