ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফিচার

নাগরিক মন্তব্যে রফিকুল বাসার

বিদ্যুতে সেনাবাহিনী সমাধান নয়

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, মার্চ ১৯, ২০১৪
বিদ্যুতে সেনাবাহিনী সমাধান নয়

ঢাকা: বিদ্যুৎ খাত পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া উচিত নাগরিকদের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন জ্বালানি ও বিদ্যুৎ বিটের সাংবাদিক রফিকুল বাসার। বিদ্যুতে সেনাবাহিনী সমাধান নয় বলে মনে করেন তিনি।



বাংলানিউজের ‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে পাঠকদের দেওয়া এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ দ্বিমত পোষণ করেন।

রফিকুল বাসার বলেন, সেনাবাহিনী কোনো সমস্যার সমাধান দিতে পারবে না। এটি শক্তির জায়গা নয়। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলায় আরইবি, বিপিসিসির প্রধান সেনাবাহিনীর সদস্য।

রফিকুল বাসার মনে করেন, বিদ্যুৎ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রকৌশলী দরকার, দরকার যোগ্য, দেশপ্রেমিক, তরুণ মেধাবী ও দরকষাকষির মানুষ। আমরা চুক্তি করতে গিয়ে দরকষাকষি করতে পারি না। আমাদের সে যোগ্যতা বাড়াতে হবে। তাহলে বিদেশিদের সঙ্গে যে চুক্তি হবে তাতে আমাদের অধিকার নিশ্চিত হবে।

তিনি বলেন, ব্যবসায়ের ফাঁকগুলো বুঝতে হবে। আর বুঝতে হবে পৃথিবীর সব থেকে মেধাবীরা এ ব্যবসায় নিয়োজিত। তাদেরকে শেখানো হয় কীভাবে অন্যকে ফাঁকি দিতে হয়, কীভাবে তাদের লাভ বেশি হবে। সবার আগে প্রয়োজন মেধার। এটি কিন্তু ব্যবসা। আর আমরা অন্যদের কাছ থেকে বিদ্যুৎ কিনি, তারপর চালাই।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।