ঘটনা
১৯৪৩ সালে সোভিয়েত লাল ফৌজ সতের মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে।
১৯৬৮ সালে নাউরু স্বাধীনতা লাভ করে।
১৯৭২ সালে মুজিববাহিনী অস্ত্র সমর্পণ করে।
১৯৯৯ সালে সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।
ব্যক্তি
১৫৬১ সালে মোগল সেনাপতি বৈরাম খান নিহত হন।
১৯০২ সালে নোবেলশান্তি পুরস্কারে ভূষিত [১৯৮২] কুটনীতিক ও পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণের প্রবক্তা আলভা রাইমার মিরডালের জন্ম।
১৯৩৩ সালে নোবেলজয়ী [১৯৩২] ইংরেজ সাহিত্যিক জন গলসওয়ার্দির মৃত্যু।
১৯৭৪ সালে মার্কিন চলচ্চিত্র পরিচালক স্যামুয়েল গোল্ডউইনের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, জানুয়ারি ৩১, ২০১১