আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
শুক্রবার, তারিখ- ২১/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
ঝোঁকের বশে কোনো কাজের দায়িত্ব নিয়ে হিমশিম খাবেন। কোনো পরিচিত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে পরিবারের বিরোধের মুখে পড়তে হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এ ঘটনার জন্য অন্য কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। যেকোনো বিশৃঙ্খলার মধ্যে মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করুন। তবে সন্ধ্যের আগে প্রয়োজনীয় আলোচনা সেরে ফেলুন। প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ আছে।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
কর্মস্থলে সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। মাতুল স্থানীয় কারোর প্রভাব অপছন্দের হলেও আজকের দিনে সহ্য করতে হবে। অগ্রজসম কেউ পরামর্শ দিলে সেটিকে গ্রহণ করুন। দুপুরের দিকে অপমান সূচক পরিস্থিতির মোকাবিলায় কড়া কথা বলতে হতে পারে। অনিশ্চয়তা জনিত প্রভাবে মনে অবসাদ বজায় থাকবে।
টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
পারিবারিক বিষয় যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন। বাস্তব নয়, কল্পনাপ্রসূত কিছু সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। বেশি ভাবনা চিন্তা না করে পদস্থ ব্যক্তির অনুরোধ রক্ষা করুন। এর ফলে আপনার কাজ-কর্মের সুবিধা হবে। আজকের দিনে কোথাও বেড়াতে গেলেও অবশ্যই রাতে ঘরে ফিরে আসুন।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
ক্ষমতাসম্পন্ন ব্যক্তির কথার মারপ্যাঁচে সময় ও অর্থ নষ্ট হওয়ার যোগ আছে। যতটা সম্ভব এ ধরনের ব্যক্তিকে এড়িয়ে চলুন। পরিস্থিতি জটিল হলেও তার সঙ্গে মানিয়ে চলতে হবে। পারিবারিক ও ব্যবসায়িক দিকে শুভ ফলের আসা আছে। দিনের শেষে আপনার জয়ের সংবাদ আসতে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। গবাদি পশুকে খাদ্য দান করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
হঠাৎ কোনো ব্যক্তির উপস্থিতিতে সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। তবে সন্ধ্যার পর থেকে একটু সতর্ক থাকুন। সন্ধ্যার পর থেকে পরিবেশ প্রতিকূল হতে পারে। নানা বাধায় কাজে ভুল হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো বৈষয়িক সিদ্ধান্ত নিলে তা কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগবে। প্রেমযোগ পরিলক্ষিত হচ্ছে।
টোটকা: সাদা পোশাক পরুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর –২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা: ২১
প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা না করেও এগিয়ে যাবেন । আপনার পরিকল্পনার সঙ্গে যুক্ত সহকর্মীকে কোনো গোপন কথা বলে ফেললে পরবর্তী সময় সে সুযোগ গ্রহণ করতে পারে। কর্তৃপক্ষকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দিনের মধ্যভাগে কেউ পানাকে ভুল পথে চালিত করার চেষ্টা করতে পারে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
দিনের প্রথমভাগে আপনার কথায় কেউ ভুল বুঝতে পারে। এ নিয়ে মনোমালিন্যের সম্ভাবনা আছে। তবে দিনে শেষভাগে পরিবেশ অনুকূল থাকায় মনোমালিন্যের অবসান হতে পারে। কর্মক্ষেত্রে শুভ সহকর্মীর উদ্যোগে কাজ সফল হবে। হারিয়ে যাওয়া কোনো বস্তু ফিরে পাওয়ার যোগ দেখা যাচ্ছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
আপনার বাকপটুতায় কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন। তবে কোনো বিভ্রান্তিকর খবরে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। ছাত্ররা পড়াশুনায় মন দিতে পারবে না। তবে শত্রুপক্ষ আপনার যুক্তির কাছে নমনীয় থাকবে। বিকেলের পর বৈষয়িক বিষয়ে আলোচনা না করাই শ্রেয়।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।
মকর: (২২ ডিসেম্বর –২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
আপনার ভাগ্যে অর্থলাভের যোগ আছে। কিন্তু ভাগ্যের জোরে যে অর্থ আপনি লাভ করবেন একটু অসতর্ক হলেই সেটি খরচ হয়ে যাবে। সন্ধ্যের পর কিছু প্রতিকূল পরিস্থিতির লক্ষণ দেখা যাচ্ছে। কোনো বিশেষ কারণে হতাশা গ্রাস করতে পারে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
তুচ্ছ কারণে মন কষাকষি হয়ে যেতে পারে। কাজের সময় নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। আজকের দিনে চেষ্টা করেও প্রাপ্য অর্থ আদায়ে সুবিধা করতে পারবেন না। গৃহগত সমস্যা বাড়তে পারে। তবে সন্ধ্যের পর কিছুটা শুভ পরিবর্তন হতে পারে। ভালো করে না বুঝে সিদ্ধান্ত নেবেন না। দরকার হলে সিদ্ধান্ত নেওয়ার আগে অগ্রজদের সাহায্য নিন।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
যতই বাধা আসুক শেষ পর্যন্ত আপনাকে আটকানো কঠিন। সমাধানের রাস্তা পেয়ে যাবেন। তবে দিনের প্রথম ভাগে প্রয়োজনীয় কাজ শেষ করুন। আপনার বিরুদ্ধে কেউ কটূ কথা বললেও আপনার সামাজিক প্রতিপত্তি ও সম্মান বজায় থাকবে। সন্ধ্যার পর কেনা -বেচা সংক্রান্ত ব্যাপারে গেলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪