ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রাণের ঝুঁকি নিয়ে বিশ্বের বৃহত্তম মধুর চাক সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, মার্চ ২১, ২০১৪
প্রাণের ঝুঁকি নিয়ে বিশ্বের বৃহত্তম মধুর চাক সংগ্রহ

ঢাকা: গাছে, আবার কোথাও কোনো পুরোনো বাড়ির ছাঁদে কিংবা দেয়ালে চাক বাঁধে মৌমাছি।

হাজার হাজার মৌমাছিকে তাড়িয়ে সাবধানে মধু সংগ্রহ করতে হয় মৌয়ালদের।

মৌমাছি তাড়াতে ধোঁয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার কর‍া হয়, আর গাছে বা অন্য স্থানে উঠতে ব্যবহার করা হয় মইজাতীয় কিছু।


মৌমাছির হুল সহ্য করে আনা মধু পানে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু হিমালয়ের পাদদেশের মৌচাক সংগ্রহ কিন্তু সাধারণ মৌচাক সংগ্রহের মতো নয়। প্রাণকে হাতে নিয়ে তাদের মধু সংগ্রহ করতে হয়।


বিশ্বের সবচেয়ে বড় মধুর চাক নেপালের অংশে পড়া হিমালয় পাদদেশে। বিশ্বের বৃহত্তম মৌচাক সংগ্রহের গৌরবের অধিকারী হলেও নেপালের কাসকি জেলার আদিবাসীদের অন্য দেশের মৌয়ালদের চেয়ে বেশি ঝুঁকি নিতে হয়।


কাসকির গুরুং আদিবাসীদের দড়ি আর লাঠি দিয়ে তৈরি ঝুলন্ত মই বেয়ে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে মধু সংগ্রহটা রোমাঞ্চকর।

পাহাড়ে গা ঘেঁষে থাকা মৌচাক সংগ্রহে মৌয়ালরা পাহাড় চূড়া থেকে নিচের দিকে আগে মই ফেলে দেন, সেই মই বেয়ে একজন উপরে উঠেন। এরপর ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে দুটি লাঠির সহায়তায় একটি চাটাইয়ে মৌচাক বসিয়ে তা নিচে নামিয়ে দেওয়া হয়। নিচে থাকা সহযোগীরা সতর্কতার সঙ্গে মৌচাকের চাটাই নামিয়ে নেন।


সহজে বর্ণনা করা গেলেও গুরুং আদিবাসীদের মৌচাক সংগ্রহ প্রত্যক্ষ করলে গা শিরশির করবে। নিচ থেকে মই বেয়ে ১৬৪ ফুট উপরে উঠতে হয়। ভারসাম্য রক্ষা করতে না পারলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।


তবে এই দুঃসাহসিক মধু সংগ্রহ প্রক্রিয়া আজকালের নয়, এর ইতিহাস অনেক পুরোনো। ১১০০০ খ্রিস্ট পূর্বাব্ধ থেকে বংশ পরম্পয়ায় চলে আসছে এ মধু সংগ্রহ।


তবে দিন যত যাচ্ছে তাদের এ জীবিকা নির্বাহের ধরনে আসছে পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনে মৌমাছি কমে যাচ্ছে, আগের মতো মৌচাকও তেমন আর হয় না।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।