ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

দিনের শেষভাগে সফলতা মকরের, প্রেম ধরা দেবে তুলার

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, মার্চ ২৪, ২০১৪
দিনের শেষভাগে সফলতা মকরের, প্রেম ধরা দেবে তুলার

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ২৪/০৩/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৯
কোনো পরিচিত মানুষের মাধ্যমে এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হবে যে আপনার জীবনকে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সাহায্যে কোনো গোপন খবর পেয়ে যেতে পারেন।

পরিবেশ অনুকূলে থাকায় কাজ এগিয়ে নিয়ে যেতে অসুবিধা হবে না।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
কর্মক্ষেত্রে বা ব্যবসায় সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। বুদ্ধি করে কথা বলে কাজ আদায় করতে পারবেন। আজকের দিনে আয়-ব্যয় সমান হলেও ক্ষতির সম্ভাবনা নেই। বিকেলের আগে দরকারি কাজ সেরে নিতে পারলে ভালো হয়।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
কোনো ব্যক্তিকে কোনো কাজ দিলে তাকে কাজের সময় বেঁধে দিন। দায়িত্ব বণ্টন নিয়ে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে তার অশুভ দিকটি নিয়ে চিন্তা করে নেবেন। অপ্রত্যাশিতভাবে কেউ সাহায্য করতে আসলে সতর্কতা অবলম্বন করে কথা বলবেন।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
প্রেমে কিছুটা অপ্রাসঙ্গিক সমস্যা আপনার মনকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে। তবে দিবের মধ্যভাগ থকে শুভ পরিবর্তন অনুভব করতে পারবেন। প্রেমের সমস্যা দিনের শেষে সম্বোধন হয়ে যাবে। তবে আপনার মানসিক অবসাদ কাটতে কিছুটা সময় লাগতে পারে। অভিমান, রাগ ইত্যাদি থকে নিজেকে যতটা দূরে সরিয়ে রাখতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
সামর্থ্যের অতিরিক্ত ব্যয় আপনার সমস্যার কারণ হিসেবে দেখা দিতে পারে। প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় কাটলেও বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আজকের দিনে ঝুঁকি না নেওয়াই ভালো। পারিবারিক এবং সামাজিক সমস্ত ক্ষেত্রেই আজকের দিনে বাক্য ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্রে  দায়িত্ব ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ে সহকর্মীদের সঙ্গে বিতর্ক বাঁধতে পারে। উত্তেজিত না হয়ে আপনার বক্তব্য তুলে ধরুন। মানসিক উত্তেজনা আপনার ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক বিষয়ে চূড়ান্ত কোনো মতামত না দেওয়াই ভালো।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ,   শুভ সংখ্যা : ৯
প্রেম আপনার কাছে আসতে পারে নীরবে। তাকে অনুভব করে গ্রহণ করতে হবে। প্রেমের পথে ধীরে কিন্তু উদ্যম না হারিয়ে এগিয়ে যেতে হবে। পারিবারিক বিষয়ে অবস্থা বুঝে সিদ্ধান্ত বদল করতে হবে। নিজের সিদ্ধান্তে অনড় থাকলে সমস্যা বাড়তে পারে। কনিষ্ঠদের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার করলে আপনার সুবিধা হবে।  

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে প্রচুর তর্ক-বিতর্কের পর আপনার সিদ্ধান্ত সঠিক বলে মনোনীত হবে। মাথা ঠাণ্ডা রেখে যুক্তির পথে চলুন। আবেগকে বেশি প্রাধান্য দিলে এগোনোর পথে সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে। পরিবারেও কোনো বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করার সময় বিরোধী মতামতের মুখোমুখি হতে হবে। তবে দিনের শেষে আপনার মতই গৃহীত হওয়ার সম্ভাবনা প্রবল।

টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ঘনিষ্ঠজনের সান্নিধ্য সুখে আজকের দিনটি হয়ে উঠতে পারে খুবই আনন্দের। বাড়িতে আসতে পারে কোনো উৎসবের খবর। আনন্দ সংবাদের যোগ আছে। আজকের দিনে ধর্ম ভাবনা আপনাকে পরিচালিত করবে। কোন ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা হতে পারে। তবে আর্থিক দিকে সামান্য অশুভ যোগ দেখা যাচ্ছে।  

টোটকা : সাদা পোশাক পরুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
নিজের নাগালের বাইরে কাজ করতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হতে পারে। তবে আপনারা অন্তর্নিহিত জীবনীশক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা আপনার পাথেও হিসেবে কাজ করবে। দিনের শেষভাগে কাজে সফলতার যোগ দেখা যাচ্ছে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি এবং মধু সেবন করুন।  

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
অনেক দিনের প্রচেষ্টা সফল হওয়ায় কর্মক্ষেত্র সুনাম অর্জন করবেন। কিন্তু আপনার সাফল্যে প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো পরিচিত ব্যক্তি আপনার বিরুদ্ধে চক্রান্তে শামিল হতে পারে। গুপ্তশত্রু যোগ বেশ শক্তিশালী। তাই আপনাকে দিনের সমস্ত সময় সর্তক পদক্ষেপ ফেলতে হবে। সাফল্যের আবেগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং  সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
বিরুদ্ধ পরিবেশকে বুদ্ধির বলে অবশেষে আয়ত্তে আনতে পারলেও বেশ কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাবে। ধার্মিক আলোচনায় মন কিছুটা হাল্কা হবে। মনের গভীরে জমিয়ে রাখা কথা সম্ভব হলে হলে অভিভাবকদের বলে ফেলুন। এতে আপনার উপকার হবে। দিনের শেষ ভাগে আনন্দ সংবাদ আসতে পারে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দান করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।