আজ কেমন যাবে
জ্যোতিষী কুমারী রুবাই
তারিখ- ২৬/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল) শুভ রং : সাদা ও হলুদ, শুভ সংখ্যা : ১৪
আপনার ভুল পদক্ষেপের ফলে ন্যায্য পাওনা হাতছাড়া হতে পারে। ব্যবসায় শত্রুপক্ষের চক্রান্তের ফলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।
টোটকা : একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৩
সুযোগ আর সম্ভাবনার মিশ্রণে আজকের দিনটি আপনার কাছে হয়ে উঠবে সাফল্যময়। উপস্থিত বুদ্ধির দ্বারা প্রতিকুল পরিস্থিতিকে জয় করতে পারবেন। কর্মক্ষেত্র ও ব্যবসায়ের জন্য দিনটি শুভ। প্রেমের প্রস্তাব আসতে পারে। পারিবারিক বিরোধের অবসান ঘটবে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির সদর দরজার পাশে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : আকাশী, শুভ সংখ্যা : ৬
গ্রহের প্রতিকুল অবস্থানের জন্য বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুপক্ষের কারসাজির ফলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। পরিবারে কর্মস্থলে ভুল সিদ্ধান্তের শিকার হবার লক্ষণ দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে।
টোটকা: একটি গোটা ফল সহ তিনটি জবা ফুল জলে ভাসিয়ে দিন
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
মঙ্গলের শুভ প্রভাবে প্রাপ্তি যোগ শক্তিশালী হচ্ছে। বকেয়া পাওনা পাওয়া অথবা নতুন ব্যবসার যোগ দেখা যাচ্ছে। ছাত্রদের সফলতার খবর আসতে পারে। প্রেম জন্য দিনটি মধ্যম। পরিবারে আনন্দ অনুষ্ঠানের যোগ আছে। গুরুজনদের আশীর্বাদ এবং শুভ কামনা পাবেন।
টোটকা: কাজের টেবিলে একটি ফুল যুক্ত গাছ রাখুন
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১
ভাগ্যের শুভ দিকগুলো শুক্রের অশুভ দশার ফলে দুর্বল হয়ে পড়বে। আজকের দিনের শুরু হতে পথে একচোট ঝামেলা দিয়ে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে যেকোনো জটিল পরিস্থিতিকে এড়িয়ে চলুন। সম্পর্ক নিয়ে পারিবারিক জটিলতার সৃষ্টি হতে পারে। অংশীদারী ব্যবসায়ে সন্দেহের শিকার ও অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হবার যোগ আছে।
টোটকা: নিম পাতা মিশ্রিত জলে গোসল করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
আজ হঠাৎ করেই কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। ব্যবসায়ে অর্থ লাভের যোগ। কর্মক্ষেত্রে দিন কাটবে মসৃণভাবে। প্রেমের জন্য দিনটি শুভ। আসতে পারে প্রেমের প্রস্তাব। বন্ধুর দেখা পথে পারিবারিক সমস্যার থেকে মুক্তির দিশার সন্ধান মিলতে পারে।
টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪
আজকের দিনে বিশেষ করে টাকা পয়সার লেনদেন নিয়ে সতর্ক থাকুন। ঋণ নেওয়া বা দেওয়া কোনটিই আজকে আপনার পক্ষে শুভ নয়। দাম্পত্য সম্পর্ক নিয়ে পারিবারিক জটিলতার সৃষ্টি হতে পারে। পিতা মাতার শরীর নিয়ে চিন্তা থাকবে।
টোটকা: কাজের জায়গায় একটি তুলসী গাছ রাখুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
হঠাৎ করে কোনো আনন্দ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। রবির শুভ প্রভাবে কোনো ভালো খবর বা আশাতীত সুযোগ পাবার যোগ আছে। ব্যবসায়ে অর্থ লাভের যোগ। কর্মক্ষেত্রে দিন কাটবে সমস্যাহীনভাবে। প্রেমের জন্য দিনটি শুভ, আসতে পারে প্রেমের প্রস্তাব। কর্মক্ষেত্রে থেকে প্রশংসা পাবার যোগ আছে।
টোটকা: গবাদি পশুদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ
ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭
কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। আজ আপনি কোনো অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানসিক তৃপ্তি পেতে পারেন। প্রেম যোগ আছে। কর্মক্ষেত্রে দিনের অন্তিম ভাগে শুভ ফলাফল লাভের যোগ আছে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা থাকবে।
টোটকা: কাজের জায়গায় একটি তুলসী গাছ রাখুন।
মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
পারিবারিক কোনো সিদ্ধান্ত বা কোনো ঘটনা বন্ধুদের বা আত্মীয়দের থেকে আপনাকে বেশ কিছুটা দূরে সরিয়ে দিতে পারে। গুপ্ত চক্রান্তের যোগ আছে। এর ফলে সম্মানহানি হতে পারে। দেখা দিতে পারে অভিভাবকদের সঙ্গে দূরত্ব । কোনো বিষয় নিয়ে পরিবারে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।
টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ
কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ২
সফলতা ও সুনাম একসঙ্গে আপনার পাওয়া সম্ভব নয়। সফলতা আসবে কিন্তু সঙ্গে আসবে সমালোচনা। ব্যবসায়ীদের ক্ষেত্রে পাওনা টাকা নিয়ে সমস্যার যোগ আছে। আজকের দিনে ছাত্রদের আশানুরূপ ফল হবে না। প্রেম যোগ ক্ষীণ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিরোধের মুখোমুখি দাঁড়াতে হতে পারে।
টোটকা: শোবার ঘরে ৫ টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
বৃহস্পতির শুভ প্রভাব আজ আপনার জীবনে কিছুটা বজায় থাকবে। আপনার সঠিক পরিকল্পনার ফলে কোনো সমস্যা অতিদ্রুত সমাধান হয়ে যাবে। ব্যবসায়ে সাফল্যের যথেষ্ট সম্ভাবনা আছে। নতুন কাজের বরাত পেতে পারেন। পারিবারিক সূত্রে ধন লাভের যোগ আছে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দরজার বিপরীতে রেখে দিন ।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪