ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

কুম্ভের বিচক্ষণতায় সমস্যা মুক্তি

তুলা-বৃষের ঘনিষ্ঠ জনে উপকারের যোগ

জ্যোতিষী কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, মার্চ ২৭, ২০১৪
তুলা-বৃষের ঘনিষ্ঠ জনে উপকারের যোগ

আজ কেমন যাবে
জ্যোতিষী কুমারী রুবাই
বৃহস্পতিবার, তারিখ- ২৭/০৩/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
নিজের লোক মনে করে বিষয় সম্পত্তি সংক্রান্ত সবকিছু কোনো একজনকে জানিয়ে দেওয়া উচিৎ হবে না। দিনের শুরুর দিকে আপনি উৎসাহ নিয়ে এগিয়ে গেলে কাজ সফল হবে।

পরিবেশ, পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। বেলার দিকে যে খবর আশা করছেন সেটি আসতে পারে। পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।

টোটকা: কাজের জায়গায় আপনার চেয়ারের পিছনে লাল কাপড়ে মুড়ে একটি আয়না রাখুন। আয়না যেন মাথার উচ্চতার উপর অথবা কোমরের নিচে না থাকে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
অনীহা থাকলেও কতগুলো আবশ্যিক বিষয়ে আপনার উপস্থিতি প্রয়োজন পড়বে। কাল্পনিক দুশ্চিন্তা বজায় থাকবে। তৎপরতার সঙ্গে আইনি বিষয়গুলো শেষ করুন। কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির সঙ্গে কঠিন কোনো সত্য নিয়ে আলোচনা করবেন না। ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঐ ব্যক্তির মাধ্যমে উপকারের যোগ আছে।

টোটকা: তিনটি লাল জবা ফুল, কিছুটা ভেজা চাল, সামান্য কিছু দূর্বা ঘাস সূর্য ডোবার পর পশ্চিম দিকে মুখ করে জলে ভাসিয়ে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
সন্দেহজনক ক্ষেত্রে একা কোনো সিদ্ধান্ত নেবেন না। ঘরে–বাইরে নানা রকম ঝামেলার মুখোমুখি হওয়ার যোগ আছে। অর্থনৈতিক দিকে টানাপড়েন চলতে পারে। কোনো পদক্ষেপ নিতে হলে নরম মনোভাব দেখান। প্রতিকুল আবর্ত থেকে দুপুরের পর বেড়িয়ে আসতে পারবেন। অপ্রত্যাশিত সংবাদে মনে খুশি আসতে পারে।

টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:৭
কাছের কোনো ব্যক্তির প্ররোচনায় ঘনিষ্ঠদের মধ্যে সমন্বয়ের অভাব হতে পারে। দুপুরের মধ্যে সাংগঠনিক কোনো কাজ থাকলে শেষ করুন। পাওনা অর্থ নিয়ে দাবি জানাতে গেলে ক্ষতির সম্ভাবনা আছে। স্বজন-বিরোধ থাকলেও তা উগ্র পর্যায়ে যাবে না। দরকারি কাগজে খুঁত খুঁজে পাবেন।

টোটকা:  আজকের দিনে ধর্ম স্থানে দান আপনার পক্ষে শুভ।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: বাদামী, শুভ সংখ্যা: ১২
মনে রাখবেন আজকের দিনে ঘনিষ্ঠ কোনো ব্যক্তির মত আপনি নিতেই পারেন কিন্তু সেটিকে মানতেই হবে এমন মনে করবেন না। নিজের লেনদেনের হিসাব নিজে রাখুন। অস্বস্তিকর পরিস্থিতিতে কথা বুঝে বলবেন। আর্থিক যোগ শুভ হলেও কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে। দুপুরের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ না করলে বাঁধা আসতে পারে। সন্ধ্যের পর ব্যয় বহুলতা বৃদ্ধি পাবে।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
সব কিছুই নিয়মমাফিক চলবে। সম্ভাব্য ক্ষেত্রে নতুন কর্মযোগের সম্ভাবনা দেখা দেবে। আপনার পদক্ষেপ মর্যাদাপূর্ণ হবে। পূর্বের কোনো পাওনা পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে ক্ষেত্র বিবেচনা করে বাক্য প্রয়োগ করুন। পরিবারে সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন।

টোটকা: সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে জব, গম , চাল ভিজিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
পরিবারে নিজের বক্তব্য বুঝিয়ে বলতে হিমসিম খেতে হবে। পরিবেশ কিছুটা বিপক্ষে থাকবে তার ফলে মানিয়ে চলতে হবে। কেনা-বেচার ফলে খুব একটা লাভ হবে না। তবে দিনের শেষে ঘনিষ্ঠ কাউকে দিয়ে কাজ উদ্ধার হবে। প্রচেষ্টার দ্বারা সাফল্য প্রাপ্তির যোগ আছে।

টোটকা: কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
বিশ্রাম বা বিনোদনের জন্য আজকের দিনে সময় পাওয়া বেশ কঠিন হবে। যেটুকু সুযোগ পাবেন সেই সুযোগ কাজে লাগাবার চেষ্টা করুন। কোনো অভিভাবক স্থানীয়ের ব্যবহারে আপনি ক্ষুব্ধ হলেও সেটি প্রকাশ না করাই মঙ্গলজনক হবে। দুপুরের পর কিছুটা মানসিক শান্তি ফিরে পাবেন।

টোটকা: দিনে একবার অন্তত যে কোনো ধাতু দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা: ৩
প্রাথমিকভাবে সহায়তা পেলেও আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে না আপনার সঙ্গে যুক্ত বিশেষ কেউ। কাজ সম্পন্ন করতে হলে ধৈর্য বজায় রাখতে হবে। শত্রুপক্ষ আক্রমণাত্মক হলেও পিছু হটবে। কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে শুভ হয়ে দাঁড়াবে।

টোটকা:  পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
ভুল পদক্ষেপ নিয়ে অনুশোচনা হতে পারে। দিনটি  বাধাবহুল থাকবে। অফিস সংক্রান্ত কাজে সহযোগিতা পাবেন না। নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। দিনটি কাটবে গতানুগতিক ভাবেই। পারিবারিক শান্তি বজায় থাকবে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
যে সকল জাতক-জাতিকার দু’টি অথবা তার অধিক সন্তান আছে তাদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন থাকবেন। সামনে হাজির হবে এই সংক্রান্ত নানা সমস্যা। তবে আপনার বিচক্ষণতা এই সমস্যা থেকে আপনার মুক্তি ঘটাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কারোর নির্দেশে আপনাকে বিশেষ কোনো কাজ করতে হতে পারে। দিনের শেষে সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে।

টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামী, শুভ সংখ্যা: ১১
কোনো নৈরাশ্যজনক খবরে বিব্রত বোধ করতে পারেন। কোনো কিছুই আজকের দিনে মনের মতো করে শেষ করতে পারবেন না। অন্য কারোর সমস্যা আপনাকে সারাদিন বিব্রত রাখবে। তর্ক-বিতর্কের সৃষ্টি হলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। আপনার অপছন্দের বেশকিছু কাজ আপনাকে করতে হতে পারে।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধুপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।