ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

রোববার কেমন যাবে

জ্যোতিষী কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, মার্চ ৩০, ২০১৪
রোববার কেমন যাবে

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
যথাযত মূল্যায়নে পদোন্নতির সম্ভাবনা আছে। আপনার অধ্যাবসায়ের সুফল পাবেন।

আজকের দিনে প্রতিযোগিতায় আপনার ধারেকাছে কেউ আসতে পারবে না। কর্মক্ষেত্রে সহকর্মীর বুদ্ধি আপনার সহায়ক হবে। তবে মুখ ফসকে করা বক্তব্যের ফলাফল বিপত্তিজনক হতে পারে।

টোটকা: গাড়ি চালকরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৫
বহু জনের মনোভাব বুঝে কাজ করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়তে পারেন। বাড়ির প্রিয় মানুষদের সঙ্গে মত বিরোধ হতে পারে। আজকের দিনে আপনি আপনার নেওয়া পদক্ষেপ গুলিতে আশপাশের লোকের সহমত পাবেন। আপনার পরিচিত কেউ আপনার সমস্যাগুলিকে হাল্কা করে দেবে।
টোটকা: দিনে একবার অন্তত দারু চিনি এবং মধু সেবন করুন।  

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা :৯
কাজ শুরু করলে তা অর্ধসমাপ্ত করে ছেড়ে দেবেন না। পারিবারিক কারণে মন অশান্ত থাকতে পারে। যতটা আপনার পক্ষে সম্ভব তার বেশি দায়িত্ব নেবেন না। পরিবেশ অনুকূল থাকলেও কোন লাভজনক প্রস্তাবে রাজি হলে পরে আপনি অপবাদের শিকার হতে পারেন।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে পানি দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা: ১২
আজকের দিনে সাংসারিক সমঝোতা ও অর্থনৈতিক উন্নতিতে দিনটি ভালোই কাটবে। কোথাও যাবার চেষ্টা করলেও আপনার প্রয়োজনীয় জায়গাটিতে গিয়ে উঠতে পারবেন না। সহোদর স্থানীয় কারো পরামর্শ মেনে চললে কার্জ সিদ্ধির সম্ভাবনা থাকবে। কর্মস্থলে বিরূপ ব্যবহার মানিয়ে চলতে হবে। পরিস্থিতি না বদলালেও সূক্ষ্মবুদ্ধির প্রয়োগে আপনার কাজের কিছুটা সুবিধা হবে।

টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা. শুভ সংখ্যা : ৬
ভয় দেখিয়ে আপনাকে দমিয়ে রাখা যাবে না। দূরের কোন ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। তবে প্রয়োজনীয় যোগাযোগ হলেও অনাদায়ী অর্থ লাভের চেষ্টা বিশেষ সফল হবে না। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিরোধ এড়িয়ে চলতে পারলে অর্থ নষ্ট হবে না।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৫
কাজগুলি পর পর হতে থাকবে। শুভ যোগ আপনি অনুভব করতে পারবেন। অগ্রজসম কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে গোলমাল হচ্ছে এমন পরিবেশে কোন কাজ না করাই ভালো। সন্ধ্যের পর দুশ্চিন্তার প্রকোপ কমতে পারে। অন্য কারোর কাজ আপনাকে শেষ বেলায় করে দিতে হতে পারে।

টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা : ৮
বন্ধু ভাগ্য কিঞ্চিৎ প্রতিকূল। বন্ধুরা উপকৃত হয়েও স্বীকার করবে না। আজ পরিশ্রমের তুলনায় প্রাপ্তি যোগ নেই। নিজের করা ভুলে আর্থিক ক্ষতির যোগ আছে। বিবেচনা করে তবেই কোন বৈঠকে অংশ গ্রহণ করার ক্ষেত্রে মতামত দিন। যশ লাভের যোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন। অষ্ট ধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৫
আজকের দিনটি আপনার কাছে থাকবে অভিজ্ঞতায় ভরপুর। প্রয়োজনীয় কাজ ভালোভাবেই সম্পন্ন হবে। আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। সরাসরি কেউ শত্রুতা না করলেও আপনার হয়ে যাওয়া কাজ গুলি সম্পন্ন হতে পারবে না। অশুভ প্রভাবের ফলে মন অবসন্ন থাকবে। রাতের দিকে পরিবেশ কিছুটা অনুকূল হতে পারে।  

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে পানি দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯
শারীরিক অসুস্থতা মানসিক নিরানন্দের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে সুযোগ এলে গ্রহণ করুন। ফলপ্রসূ আলোচনায় পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। পরিবেশ আপনার পক্ষে থাকায় শত্রুর মাধ্যমেই কাজ করিয়ে নিতে পারবেন। বেহিসাবি খরচ থেকে সাবধান থাকুন।

টোটকা: হরিতকী এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
ভাগ্যের সহায়তায় এগিয়ে যাবার জন্য প্রয়োজনীয় যোগাযোগ তৈরি হয়ে যাবে। পদস্থ ব্যক্তির সান্নিধ্য এবং অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশ্বস্ত কেউ আপনাকে সহায়তা করবে। পক্ষে ও বিপক্ষে বলার দুধরনের লোকের সঙ্গেই আপনার দেখা হবে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ৯
প্রচেষ্টার মাত্রা বাড়িয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। পারিবারিক কোন পরিবর্তনের ফলে খরচা বাড়তে পারে। মন কিছুটা অশান্ত থাকবে। অযথা উত্তেজিত হয়ে পড়তে পারেন। এই বিষয়ে সতর্ক থাকুন।

টোটকা: দুধের সাথে অল্প কাঁচা হলুদ মিশিয়ে পান করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা:

আপনার আশ্রিত বা আপনার দ্বারা উপকৃত কোন ব্যক্তি আজ হঠাৎ করে আপনার সাহায্যের জন্য হাজির হতে পারে। উদ্যমের জোরে নিজে সুনাম অর্জন করবেন। তবে জোর করে কিছু করতে গেলে ভুল হয়ে যেতে পারে। দিনের শেষে শত্রুপক্ষ দুর্বল হলেও উদ্বেগ রয়ে যাবে।

টোটকা: পাঁচটি যেকোনো ধাতু একটি লাল কাপড়ে জড়িয়ে কাজের টেবিলে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।