মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
পরিবার নিয়ে দোটানা পরিস্থিতি বজায় থাকবে। সকালের দিকটা দুশ্চিন্তা পূর্ণ হলেও দিন গড়াবার সঙ্গে সঙ্গে পরিবেশ অনুকূলে আসতে থাকবে।
টোটকা- বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা :৪
রাশি ফলে সামান্য অর্থ প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে অন্যভাবে সম্মান প্রাপ্তি আপনাকে উদ্যমী করে তুলবে। নিজের ইচ্ছে ব্যক্ত করার ক্ষেত্রে দুপুরের পরের সময়টা বেছে নিতে পারেন। আজ শত্রুকে আপনি চিনে নিতে পারবেন এবং শত্রুর আগাম পদক্ষেপ আপনি বুঝে নিতে পারবেন। দিনের শেষ ভাগে আপনার পরিকল্পনার সাথে কোন ঘটনা অপ্রত্যাশিত ভাবে মিলে যেতে পারে।
টোটকা- নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৭
পরিবেশ অনুকূল থাকায় আপনার ছোট ছোট ভুল কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাবে। তবে বড় ভুল থেকে বাঁচতে সতর্ক থাকা দরকার। অতি আশা করার ফলে ঠকে যেতে পারেন। মানসিক টানা পোড়েন শরীরকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে। মাতৃস্থানীয়া কারোর সাহায্যে সমস্যা কিছুটা কমতে পারে।
টোটকা- কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা :২
আজকের দিন থাকবে কর্মময়। সামান্যতম অবসর কাটাবার সুযোগ পাবেন না। নিজের দক্ষতায় কোন ভুল কে ঠিক করতে পারবেন। তবে কোন বন্ধুর উপর নির্ভর করে ঠকতে পারেন। দিনের শেষে আপনার হস্তক্ষেপে বিতর্কিত পরিস্থিতি শান্ত হবে।
টোটকা- শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
মানসিক শান্তি বজায় থাকবে। ছোট ছোট কাজকেও উপেক্ষা করবেন না। দুপুরের পর থেকে সময়টা তাৎপর্যপূর্ণ। কাজের সম্মান জনক ফল পেতে পারেন। আপনার সচেতনতাই আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে দূরে রাখবে। তবে আপনাকে ভুল বুঝে কেউ বদনাম রটাতে পারে।
টোটকা- গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ৪
অনিশ্চয়তার ভিতর শুরু হলেও দিন এগোতে থাকলে আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ছাত্রদের ক্ষেত্রে দুপুরের পড়াশুনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর চাকুরী প্রার্থীদের নতুন কাজের সন্ধান আসতে পারে। আপনার উদ্যোগে বহুজনের সমর্থন পেতে পারেন।
টোটকা- শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন। অষ্ট ধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ , শুভ সংখ্যা : ৯
পারিবারিক বাদানুবাদে মন চঞ্চল থকবে। ফলে কাজে অগ্রগতি হবে না। সন্ধের পর কোন কাজ অপছন্দ হয়াতে সাময়িক অশান্তি হতে পারে। ভুল সিদ্ধান্তের ফলে মনে অনুশোচনা আসবে। সন্তানের দিক থেকে আসা শুভ খবরে আপনার ভিতরকার উদ্যম বাড়বে।
টোটকা- কাক-পক্ষীদের ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লালা, শুভ সংখ্যা : ৬
কাঁধে চাপবে নতুন দায়িত্ব। নিজের ইচ্ছাতে দায়িত্ব নিলেও, মত বিরোধের কারণে পিছিয়ে আসতে হবে। অন্যের দেওয়া খবরের মাধ্যমে আপনার কাজের বেশ কিছুটা সুবিধা হতে পারে। দুপুরের পর কোন ধরনের সম্পর্কে প্রিতীভঙ্গের কারণ হতে পারে। আইনানুগ বিষয় নিয়ে আলোচনায় বসতে হতে পারে।
টোটকা- কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
কঠিন ব্যাপারে সহজ সমাধান হয়ে যাবে। হিসেবনিকেশ নিয়ে সতর্ক থাকুন। মানসিক ভারসাম্য বজায় রাখতে বেগ পেতে হবে। দিনের শেষে চিন্তা মুক্তি ঘটবে। দিনের শেষে কোন খবরে সমস্যা সমাধানের ইঙ্গিত পেতে পারেন। আজকের দিনে কোন সিদ্ধান্ত না নেওয়াই শুভ।
টোটকা -সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে জব, গম , চাল ভিজিয়ে রাখুন ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
পরিবারকে খুশি করতে অতিরিক্ত খরচের যোগ আছে। অপর দিকে প্রাপ্য আদায় করতে হিমসিম খাবেন। ব্যবসা নিয়ে নতুন সমস্যায় পড়তে হবে। ভেবে চিন্তে তবেই কথা দেবেন। স্বজন কোন মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। নৈতিক দিকে ঠিক থাকলে দুপুরের পর স্বস্তি ফিরে পাবেন।
টোটকা-গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারু চিনি এবং মধু সেবন করুন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
আশা করেননি এমন কোন ক্ষেত্র থেকে শুভ সংবাদ পেতে পারেন। তবে কাজের ক্ষেত্রে অগ্রগতিতে বাঁধা আসবে। অর্থকরী দুশ্চিন্তায় নাকাল হতে হবে। প্রয়োজনীয় কাজ দুপুর বেলার মধ্যে শেষ করুন। দিনের প্রান্ত ভাগ যথেষ্ট বাঁধা বহুল বলে পরিলক্ষিত হচ্ছে।
টোটকা- কুকুর কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
শারীরিক সমস্যার সঙ্গে যুক্ত হবে অর্থনৈতিক বাঁধা। নির্বিঘ্নে দায়িত্ব পালনে সক্ষম হলেও বিতর্ক মূলক পরিবেশ বজায় থাকবে। দুপুরের পর একটু একটু করে পরিবেশ স্বপক্ষে আসবে। ব্যয় বাড়বে ,সঞ্চয়ের ক্ষেত্রে ঘাটতি হতে পারে।
টোটকা- একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছড়ে দিন। কাক কে শস্য দানা দান করুন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪