আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ০৫/০৪/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
ব্যক্তিগত বিষয় নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবেন। গুরুত্বপূর্ণ যেকোনো আলোচনা পরিবারকে সঙ্গে নিয়ে করুন।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দান করুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
বিদ্যাক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দিনের প্রাথমিক ভাগে বাধা কাটিয়ে উঠলে বাকি দিনটি শুভ কাটবে। বাইরে কোনো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সঙ্গে কোনো ব্যক্তিকে পেয়ে যাবেন, যে আপনাকে সহায়তা করবে। দুশ্চিন্তা সারাদিন আপানর পিছু ছাড়তে চাইবে না। তবে বিকেলের পর আসতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
শুভযোগ থাকলেও অজানা ভীতি আপনাকে আনন্দ উপভোগ করতে দেবে না। সমস্যার মুখে পরিবারের সাহায্য পাবেন। বারবার সিদ্ধান্ত বদল করবেন না। কোনো কুসংস্কার অথবা কোনো ধনের প্রলোভনের বশবর্তী হয়ে নিজের নীতি থকে সরে আসবেন না। আত্মনির্ভর প্রচেষ্টা থাকলে উদ্যোগ সফল হবে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি এবং মধু সেবন করুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
শরীর নিয়ে কোনো কাল্পনিক সন্দেহ আপনাকে চিন্তিত করে তুলতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা সহায়তা করলেও আপনার ভয় থেকেই যাবে। ন্যায্য পাওনা ও সন্তানের শরীর নিয়ে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। শরীরজনিত চিন্তার জন্য কিছুটা মানসিক ক্লান্তি বজায় থাকতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
হারানো কোনো বস্তু আইনানুগভাবে ফেরত পেতে পারেন। অপব্যয় থেকে সতর্ক থাকুন। পারিবারিক কারণে অবসাদ থাকতে পারে। বাবার সহযোগিতায় মনোবল বাড়বে। অর্থ জোগাড় করা নিয়ে কোনো সমস্যা থাকলে তার থেকে মুক্তি পাবেন। এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে যার সঙ্গে যোগাযোগ শুভ।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামী, শুভ সংখ্যা: ৪
সবার মন জুগিয়ে চলতে গিয়ে ব্যবহারে নমনীয়তার অভাব বোধ করবেন। অশুভ প্রভাবে প্রভাবিত হয়ে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। অর্থকষ্টের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার বক্তব্য যুক্তিপূর্ণ হলেও কর্তৃপক্ষ শুনতে চাইবেন না। কাজ হাসিল করতে আজকের দিনে বেশ বেগ পেতে হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ৯
জ্ঞান ও মনের ঐক্যের ফলে অর্থনীতিক বিষয়ে বিশেষ শান্তি পাবেন। নিয়ম-শৃঙ্খলায় বদ্ধ হয়ে পড়তে পারে আপনার আজকের দিনটি। তবে চেষ্টা করুন প্রয়োজনীয় কাজ শেষ করতে। বিতর্কের সম্মুখীন হলেও ন্যায্য কথাগুলি জানিয়ে দিন। পড়াশুনা বা জ্ঞান চর্চার অনুকূল পরিবেশ পেতে পারেন।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেলপাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: লালা, শুভ সংখ্যা: ৬
কোনো সহকর্মী তার ভুলের জন্য আপনাকে দোষারোপ করলেও আপনি সন্ধ্যার মধ্যে নিজের স্বপক্ষে প্রমাণ জোগাড় করে উঠতে পারবেন। আর্থিক সমস্যা মনকে দুর্বল করে দিতে পারে। আত্মীয়-স্বজনের সমালোচনা শুনতে হতে পারে। আপনারা জেদি মনোভাব পরিবারে সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
শারীরিক সমস্যা বিশেষ করে যাদের ফুসফুস সংক্রান্ত সমস্যা আছে তাদের শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। ব্যাবসা সংক্রান্ত কাজে ভালোই ফল পাবেন। অংশীদারি কাজে মনোমালিন্য হলেও সমাধান হয়ে যাবে। অন্যের কথা সহমর্মিতা সঙ্গে বোঝার চেষ্টা করুন।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
উদ্ভাবনী ক্ষমতার যথাযথ প্রয়োগে পরিবার ও কর্মে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবেশ অনুকূল থাকায় প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবেন। গর্ব বোধের কারণ হবে সন্তান। আপনার সমস্যা জেনে এগিয়ে আসবে আপনার কোনো বন্ধু। বন্ধুর সহায়তায় জটিল কাজের সমাধান হবে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
শারীরিক সমস্যায় ব্যয় বৃদ্ধি। দিনের প্রথম ভাগে পরিবেশ কিছুটা প্রতিকূল থাকবে। সন্ধ্যের পরে পরিবেশের শুভ পরিবর্তন হবে। সন্ধ্যের পর ইচ্ছা পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সম্মানজনক উন্নতির সম্ভাবনা আছে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
আর্থ সমস্যার মোকাবিলায় ভাঙতে হতে পারে সঞ্চয়। আপনার অনুপস্থিতিতে অপবাদ রটতে গিয়েও ভাগ্যবলে সেই অপবাদ রটবে না। বাবার সহায়তায় কাজ উদ্ধার হতে পারে। হাতে-কলমে কোনো বিশেষ কাজ শেখারও সুযোগ পাবেন। নতুন কিছু কেনার আগে সচেতন হোন। নতুন কিছু কেনার পর আপনার আফসোস হতে পারে। কর্মক্ষেত্রে অন্য কারো ভাবনা নিয়ে বিশেষ চিন্তা করবেন না। বা
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪