ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বের সুন্দর ১০ রাস্তা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, এপ্রিল ৬, ২০১৪
বিশ্বের সুন্দর ১০ রাস্তা ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য রাস্তার প্রয়োজন আমাদের হয়-ই। যাতায়াতের জন্যও বিভিন্ন জায়গার বিভিন্ন রাস্তা ব্যবহার করি আমরা।

এর কিছু দেখলেই মন ভালো হয়ে যায়। আজকে জেনে নেব বিশ্বের নানা প্রান্তের তেমনই ১০টি সুন্দর রাস্তার কথা।

 

কল ডি টুরিনি, ফ্রান্স
ফ্রান্সের দক্ষিণ অংশে আল্পসের একটি মাউন্টেইন পাসে অবস্থিত এই রাস্তা। ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়নশিপের মন্টে কার্লো র‍্যালির ২০ মেইল র‍্যালি স্টেইজের একটি অংশ এই রাস্তা। ড্রাইভারদের জন্যও এটি অত্যন্ত চ্যালেঞ্জিং, একই সঙ্গে এর চারপাশের দৃশ্যও খুব সুন্দর।

স্টেলভিও পাস, ইতালি
পূর্ব আল্পস থেকে ভাল্টেরিনার সঙ্গে মেরানো ও আডিজ ভ্যালির সংযোগ তৈরি করেছে স্টেলভিও পাস। আল্পসের তৃতীয় বৃহৎ পেইভ করা মাউন্টেইন রোড এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২ হাজার সাতশ ৫৭ মিটার। হেয়ারপিন স্টিপ, অর্থাৎ চুলের কাঁটার মতো তীক্ষ্ণ বাঁকের জন্য বিখ্যাত স্টেলভিও পাস। এছাড়া এর চারপাশের দৃশ্যও হৃদয়কাড়া।


জেবেল হাফিট মাউন্টেইন রোড, সংযুক্ত আরব আমিরাত
৬.৩ মেইল লম্বা এই রাস্তাটির চারপাশের দৃশ্য মনোমুগ্ধকর। পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। নিচে রয়েছে মরুভূমি। রাস্তাটি থেকে মরুভূমি দেখতে ভীষণ সুন্দর লাগে। জেবেল হাফিট মাউন্টেইন রোড রাতের বেলায় অসম্ভব সুন্দর দেখায়।

ট্রান্সফাগারাসান, রোমানিয়া
রোমানিয়ায় অবস্থিত এই রাস্তাটি ১৯৭০ থেকে ১৯৭৪ সালের মধ্যে নির্মিত হয়েছিল। ঐতিহাসিক স্থান ট্রান্সিলভানিয়া ও ওয়ালাকিয়ার সংযোগ তৈরি করেছে রাস্তাটি। পাহাড়ের মধ্যে দিয়ে এঁকেবেঁকে এগিয়ে গেছে ট্রান্সফাগারাসান। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় দু’পাশের পাহাড় দেখতে দারুণ লাগে। শীতকালে রাস্তার উপরে বরফের আস্তরণ পড়ে যায় বলে শুধু গ্রীষ্মকালেই এ রাস্তায় চলার সময়ের চমৎকার দৃশ্য উপভোগ করা সম্ভব।


লস ক্যারাকোলস পাস, অ্যান্ডেস

অ্যান্ড্রেয়াস পর্বতের মধ্যে দিয়ে এগিয়ে গেছে লস ক্যারাকোলস পাস। আঁকাবাঁকা এ রাস্তাটিও হেয়ারপিন স্টিপের জন্যও ড্রাইভারদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং। রাস্তাটির দুপাশের দৃশ্যও মনোমুগ্ধকর।

সান বার্নারডিনো পাস, সুইজারল্যান্ড
এই পাসটিও পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। হেয়ারপিন স্টিপ এই পাসের অন্যতম আকর্ষণ। এছাড়া এখানকার প্রাকৃতিক দৃশ্যও হৃদয়কাড়া।

গুওলিয়াং টানেল রোড, চীন
চীনের হুনান রাজ্যের তাইহাং পর্বতের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা। মাত্র কয়েকজন স্থানীয় গ্রামবাসী মিলে এটি তৈরি করেছেন। চীনের পর্যটন আকর্ষণের অন্যতম এই টানেল রোড। তবে এখানকার দৃশ্য যেমন অসাধারণ, তেমনি এটি বিশ্বের অন্যতম সবচেয়ে ভয়ংকর রাস্তাও বটে।

ওবেরাল্প পাস, সুইজারল্যান্ড
ওবেরাল্প পাসের প্রাকৃতিক দৃশ্য যে কারো নজর কাড়বে। ইউরোপের ড্রাইভারদের কাছে এই রাস্তাটি অনেক জনপ্রিয়। তবে শুধু গ্রীষ্মকালেই এটি খুলে দেওয়া হয়। সেন্ট্রাল সুইজারল্যান্ড এবং গ্রাউবান্ডেন ওবারল্যান্ডের মধ্যের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ওবেরাল্প পাস।


আটলান্টিক রোড, নরওয়ে
আটলান্টিক রোডও চারপাশের চমৎকার দৃশ্যের জন্য জনপ্রিয়। এটি যে কত সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব না। রাস্তাটি হঠাৎ করেই অনেকটা উঁচুতে উঠে গেছে, আবার কোথাও নেমে গেছে অনেক নিচে। এজন্য এ রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত উপভোগ্য। মোল্ড ও ক্রিস্টিয়ানসান্ড-এর মধ্যের যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা। এটিকে ভোটের মাধ্যমে ‘নরওয়েজিয়ান কন্সট্রাকশন অব দ্যা সেঞ্চুরি’ নির্বাচিত করা হয়েছিল।

রেড রক সিনিক রোড, যুক্তরাষ্ট্র
সেডোনা’স রেড রক কান্ট্রির মধ্যে দিয়ে তৈরি হয়েছে রেড রক সিনিক রোড। এটিকে প্রায়ই দেয়াল ছাড়া জাদুঘর হিসেবে আখ্যায়িত করা হয়। রাস্তাটির পাশের লাল পাথরের পাহাড়ের অসাধারণ দৃশ্যের সঙ্গে আকাশের মেঘমালার খেলা দেখতে দারুণ লাগে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।