ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

কন্যা-বৃশ্চিকের প্রেমযোগ, মীন-ধনুর সংকট

জ্যোতিষী কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, এপ্রিল ৯, ২০১৪
কন্যা-বৃশ্চিকের প্রেমযোগ, মীন-ধনুর সংকট

আজ কেমন যাবে
জ্যোতিষী কুমারী রুবাই
তারিখ- ০৯/০৪/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
পরিস্থিতিকে বিশ্লেষণের মাধ্যমে অনুধাবন করে পদক্ষেপ নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিচার বিবেচনা করুন।

পারিবারিক সিদ্ধান্তে স্ত্রীর মতামতকে গুরুত্ব দিন। সন্তানের শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
কোনো প্রতিযোগিতায় বা পরীক্ষায় সফলতার সংবাদ আসতে পারে। বিদেশে চাকরি সংক্রান্ত যোগাযোগ হতে পারে। আত্মীয় বা বন্ধুর সঙ্গে ভ্রমণের যোগ আছে। ছাত্রদের জন্য শুভ। প্রেমযোগ নেই। রোজকার ব্যস্ততার মধ্যেও আজকের দিনে সঙ্গীত বা অভিনয়ের সুযোগ আসতে পারে।

টোটকা: গবাদি পশুকে খাদ্য দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
কাজের জগতে থাকবে আনন্দবহুল পরিবেশ। কাজের মাধ্যমে নতুন বন্ধুর সন্ধান পেতে পারেন। প্রেমের যোগ আছে। তবে প্রেমের ব্যপারে আপনাকেই প্রাথমিকভাবে এগিয়ে যেতে হবে। আসতে পারে শুভ কোনো সংবাদ বা আসতে পারে উপহার। সামাজিক বা কর্মক্ষেত্রে সম্মান লাভের যোগ আছে।

টোটকা:  পানিতে পাঁচটি পানপাতা রেখে বসার ঘরে উত্তর কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
বন্ধুদের উৎসাহে নতুন কোনো প্রয়াসে সফলতা পাবেন। প্রেমযোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য শুভ সংবাদ আসতে পারে। রাশিচক্রে শক্তিশালী হয়েছে শুভ দাম্পত্য যোগ। নৃত্যকলার সঙ্গে যুক্তদের বিদেশ ভ্রমণের সুযোগ।

টোটকা:  দারুচিনি ও মধু ঘুমাতে যাওয়ার আগে সেবন করুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
ধীরে হলেও সামাজিক যোগাযোগের প্রত্যাশিত সুফল পেতে শুরু করবেন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগর সম্ভাবনা। এই যোগাযোগ ব্যবসায় উন্নতির সুযোগ নিয়ে আসবে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা দূর হতে পারে। পারিবারিক দায়িত্ব সামলানোর জন্য গুরুজনদের প্রশংসা পাবেন।

টোটকা:  আজকের দিনে শুধুমাত্র নিরামিষ খাবার খান।
 
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ৫
আজকের দিনে পরিশ্রম করবেন আপনি কিন্তু সুনাম পাবে অন্য কেউ। ব্যবসায় পাওনাদারদের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। প্রেমযোগ আছে। তবে প্রেমের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি হাজির হয়ে পরিবেশ প্রতিকূল করে তুলতে পারে। ছাত্রদের জন্য দিনটি কিছুটা শুভ।

টোটকা:  কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা: ৮
প্রত্যাশিত পথে না এসে সফলতা আসবে অপ্রত্যাশিত। আপনার সাফল্য কিছু আত্মীয় বন্ধুর চক্ষুশূল হতে পারে। প্রেমে বাধার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের শরীর নিয়ে চিন্তার শুরু হতে পারে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে পারিবারিক সমস্যা। আর এ নিয়েই গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
টোটকা:  কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫
অন্য কারো সমস্যার বিষয়ে হস্তক্ষেপ করতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে মনোমালিন্যের সূত্রপাত হতে পারে। পারিবারিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে জটিলতা বাড়তে পারে। প্রেমের যোগ আছে। অভিভাবকদের সাহায্যে কর্মে সফলতার সম্ভাবনা আছে। আগুন থেকে সাবধানী দূরত্ব বজায় রাখুন।

টোটকা:   একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৯
পারিবারিক প্রতিকূলতা ব্যবসায়িক অশান্তির কারণ হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মনের মানুষের থেকে সাময়িক দূরত্ব বাড়তে পারে। প্রেমের জন্য দিনটি বাধা-বিঘ্নে ভরা। সন্তানের জন্য চিন্তা বাড়বে। বন্ধুদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
আজকে আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার কিছু ভুয়া শুভানুধ্যায়ী। এদের থকে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন। নিজের কাজের উন্নতির দিকে মনোযোগ বাড়ান। খরচের উপর নিয়ন্ত্রণহীনতা আপনাকে সমস্যার মুখে ফেলতে পারে। গোপনীয় কোনো বস্তু খোয়া যাবার সম্ভাবনা রয়েছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরা, কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৯
কর্মক্ষেত্রে সমস্যা থেকে মুক্তির যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ। পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা কাটবে। ভ্রমণের যোগ আছে। কোনো বিশেষ প্রাতিষ্ঠানিক সম্মান লাভ করবেন। পরিবারে দায়িত্ব বাড়বে। আঘাত ও রক্তপাতের যোগ আছে।

টোটকা: হরিতকি এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ১১
পরিশ্রম ও পরিকল্পনার স্বীকৃতি পাবেন। নতুন বন্ধুলাভ হবে। প্রেমের ক্ষেত্রে সফলতা আসতে পারে। কর্মসূত্রে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ আপনাকে উত্তরণের পথে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায় উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। প্রেমযোগ থাকলেও সঙ্কটবহুল।

টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা. এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।