শীতের সময় ফিনল্যান্ডের টিম বার্টন বন সাজে অপরূপ শুভ্রসাজে। বসন্তের সবুজ বন এসময় রূপান্তরিত হয় বরফবনে! ক্রমাগত তুষারপাতে ঠিক ক্রিসমাসের আগে এ এলাকায় নেমে আসে এক দুঃস্বপ্ন।

শীতে এ এলাকার ঝোপঝাড় ও পাথরগুলো বরফে ঢেকে এমন রূপের সৃষ্টি হয় যে দেখে মনে হয়, যেন ভিনগ্রহের কোনো প্রাণী মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নতুন কোনো জগতে!

ভিনগ্রহের প্রাণী এলিয়েনের সঙ্গে তুলনা করা বরফের এই নয়নাভিরাম সাদা বনে এসময় তাপমাত্রা থাকে মাইনাস ১৫ থেকে ৪০ ডিগ্রি। তবে এলিয়েন না হলেও বনটি নিয়ে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের।

ফটোগ্রাফার নিকোলো বনফাডিনি যখন এ বনের ছবি তুলে প্রথম সৌন্দর্যপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করেন তখন তিনি মনে মনে ভেবেছিলেন, তিনি যদি এরকম পাহাড়ি শুভ্র প্রাসাদ বনের রক্ষী হতে পারতেন! এ ছবিগুলোও তারই তোলা।
বাংলাদেশ সময়:১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪