ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

চুলের ঢঙে সঙ!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, এপ্রিল ১৫, ২০১৪
চুলের ঢঙে সঙ!

ঢাকা: কতো রকমের শো’র সঙ্গেই তো পরিচিতি আছে! ফ্যাশন শো’, রিয়েলিটি শো’, টক শো’, মিউজিক শো’ প্রভৃতি। কিন্তু চুল শো’র আয়োজন কি দেখা গেছে?  অর্থাৎ চুলকে বিশেষ প্রক্রিয়ায় বিচিত্র রকম রূপ দিয়ে এ নিয়ে কোনো শো’ কারও দেখা হয়েছে?

যে পাঠকদের এ ধরনের শো’ দেখা হয়নি তাদের জন্য এবারের উপস্থাপন।



চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলিতে ফ্যাশন বিষয়ক প্রতিষ্ঠানগুলি আয়োজন করে থাকে চুলের ‘আর্ট শো’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এটি পরিচিতি ‘ইন্টারন্যাশনাল হেয়ার আর্ট শো’ নামে।

এসব হেয়ার আর্ট শো’তে কে কার চেয়ে বেশি বিচিত্র চুল নিয়ে উপস্থাপন করতে পারবে তা নিয়েই যেন চলে প্রতিযোগিতা।

কারও মাথার লম্বা চুলগুলোকে বিশেষ প্রক্রিয়ায় ঘোড়ার আকৃতি দিয়ে তার ওপর মেখে দেওয়া হয় রঙের আঁচড়।


কারও চুল সাজানো দেখলে মনে হবে, তিনি যেন মাথায় বিশেষ রকমের টুপি (ক্যাপ) পরেছেন।


কেউ আবার নিজের শক্ত-পোক্ত চুলগুলোকে নিজের মতো করে শিং বানিয়ে নেন। এরপর প্রায় সমানভাবে রং মাখামাখি চলে।


কেউ আবার তার চুলকে এমনভাবে সাজানো, দেখলে মনে হবে ছোটখাট কোনো রঙিন বনের ওপর দিয়ে সোনা-রুপো রঙা পাখি উড়ে যাচ্ছে।

আবার কারও কারও চুলের সাজ দেখে তাকে দস্যুরা‍নী ভেবে ভয়ই পেয়ে যেতে হবে।


তবে, কেউ ভীত হোন আর আনন্দিতই হোন, হেয়ার আর্ট শো’ ক্রমেই জনপ্রিয়তা ও প্রসার লাভ করছে বলে মনে করছেন নিয়মিত আয়োজকরা।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।