আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১৬/০৪/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
আপনার মানসিক শক্তি আপনার মধ্যে জন্ম হওয়া নেতিবাচক শক্তিকে পরাজিত করবে। কর্মক্ষেত্রে কাজের বাধা দূর হবে।
টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
ব্যবসাসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আসতে পারে, যেটা বাকি সময়ের অর্থনৈতিক বিষয়কে অনেকটাই নিয়ন্ত্রণ করবে। পরিবার নিয়ে চিন্তা থাকবে। অভিভাবকদের শরীর নিয়ে ব্যস্ততা থাকবে। তবে পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। দাম্পত্য ও প্রেমে থাকবে অম্ল-মধুর সম্পর্ক।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আপনি চাইলেও পরিবারে বিরোধ এড়াতে পারবেন না। কোনো পারিবারিক ঘটনা নিয়ে বাড়িতে ও বাড়ির বাইরে সারাদিন দুশ্চিন্তা করতে হতে পারে। আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে নিজেকে ব্যস্ত রেখে মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে তুঙ্গে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
বিশ্বাস করে কোনো পরিচিত ব্যক্তিকে কোনো গোপনীয় কাগজ-পত্র রাখতে দিলে তিনি হারিয়ে ফেলতে পারেন। অভিভাবকদের সাহায্যে সমস্যার সমাধান হবে। পারিবারিক মনোমালিন্যের সমাধান হয়ে পরিবার আনন্দময় হয়ে উঠবে। প্রেমযোগ আছে। । কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে।
টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
বাইরের মানুষদের উপস্থিতি পারিবারিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। আত্মীয়রা সমালোচনামুখর হলেও ভেঙে পড়বেন না। নিজেই নিজের মনোবল ফিরিয়ে আনতে চেষ্টা করুন। নিজের বুদ্ধিতে জটিল পারিবারিক সমস্যা থকে বেরিয়ে আসবেন। মনে আসা যেকোনো নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
পরিবার বা দাম্পত্য নিয়ে হতাশা বা মানসিক অবসাদে ভুগলে ফলাফল আরও খারাপ দিকে যেতে পারে। এ ধরনের সমস্যা সমাধান করতে মানসিক চাঞ্চল্য বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুদের মাধ্যমে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম ও নতুন বন্ধু লাভের যোগ দেখা যাচ্ছে। তবে সম্পর্ক নিয়ে জটিলতায় জড়িয়ে পড়তে হতে পারে।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা: ২১
জয়-পরাজয় জীবনের অঙ্গ। জয়ের পথে বাধা এলেও নতুন উদ্যমে কাজ করে সেই বাধাকে পেরিয়ে যেতে পারবেন। হতাশা দূর হবে। সাফল্যের নতুন রাস্তার সন্ধান পাবেন। প্রাপ্য দাবি আদায়ের জন্য কৌশল অবলম্বন করতে হবে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
কোনো ব্যক্তির উপর অন্ধ বিশ্বাসের ফলে সাময়িক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক সমস্যা নিয়ে জটিলতায় পড়বেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেম নিয়ে বন্ধুদের সাথে মতবিরোধের যোগ আছে। বন্ধু মহলে অহেতুক সমালোচনার শিকার হবেন।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
অতীতের কোনো কাজের খেসারত বর্তমানে দিতে হতে পারে। তবে দিনের শেষ বেলায় কোনো বিশেষ কারণে কর্মক্ষেত্র আনন্দময় হয়ে উঠতে পারে। প্রেমযোগ আছে। তবে পারিবারিক ক্ষেত্রে গুপ্ত শত্রুতার যোগ আছে। যাত্রা পথে কোনোরকম বাধার শিকার হতে পারেন।
টোটকা: একটি জামপাতা সহ জাম ডাল কিছুটা সিঁদুর কিছুটা চাল সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
নতুন পদক্ষেপ আপনাকে বেশ কিছুটা এগিয়ে দেবে। প্রতিভার যোগ্য মূল্যায়ন পাবেন। অর্থ সমস্যার সমাধান হতে পারে । ব্যবসার ক্ষেত্রে কার্যকরী যোগাযোগ এবং উপহার লাভের যোগ আছে। সন্তান ও দাম্পত্য ক্ষত্রে মিশ্র অনুভূতি থাকবে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথরকুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
কোনো অনুকূল পরিবর্তন বা যোগাযোগের ফলে কাজের সুবিধা হতে পারে। কিঞ্চিৎ পারিবারিক সমস্যার যোগ আছে। ব্যবসা বা আইনি জটিলতায় জড়াতে পারেন। আপনার সিদ্ধান্ত কর্মক্ষেত্রে সমালোচিত হবে। প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা আছে।
টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
পারিপার্শ্বিক পরিবেশ অনুকূলে থাকবে না। প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে। কাজের ক্ষেত্রে অগ্রগতি বাধা পাবে। তবে পারিবারিক সমস্যা কিছুটা কমতে পারে। উত্তেজিত না হয়ে বুদ্ধির ব্যবহারে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মানসিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারলে সফল হবেন। যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসতে পারে।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪