ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

কন্যা-কুম্ভের শুভ রং বেগুনি, প্রেমে সমস্যা বৃষের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, এপ্রিল ১৭, ২০১৪
কন্যা-কুম্ভের শুভ রং বেগুনি, প্রেমে সমস্যা বৃষের

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ১৭/০৪/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে কিছু করানোর চেষ্টা করলেও আপনি তাতে নিরাশ হবেন। দিনের প্রথম ভাগে বিরুদ্ধ পরিস্থিতি থেকে শত্রুতার সম্মুখিন হতে হবে।

ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ এবং সফল সিদ্ধান্ত গ্রহণ করতে
পারবেন।  

টোটকা:  একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬
শারীরিক কারণে কোনো কাজ বন্ধ রাখতে হতে পারে। নিজের উদ্যমে পরিবেশকে আয়ত্তে আনবেন। দুপুরের পর কোনো ধরনের ঝুঁকি নেবেন না। প্রেমে সমস্যা ও বন্ধু বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে। দুশ্চিন্তার ভিতরেও কিছু সুযোগ আসতে পারে।

টোটকা: পানিতে তিনটি পানপাতা রেখে রান্না ঘরে রেখে দিন।
 
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
আপনার দ্বারা কোনো স্নেহভাজনের উন্নতি হবে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি আশাব্যঞ্জক। পরিবারে আনন্দজনক পরিবেশ বজায় থাকবে। কর্মক্ষেত্রে অর্থ লাভের যোগ আছে। যে কোনো ধরনের তোষামোদের চেষ্টা বৃথা। সন্ধ্যের পর আপনার বিরুদ্ধে পরিবেশ চলে যেতে পারে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬
অর্থ সংক্রান্ত সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীশক্তির বাড় বাড়ন্ত। দুপুরের পর শুভ কোনো ঘটনা ঘটবে। যথাযথ প্রচেষ্টায় সফল হবেন। ব্যক্তিগত জীবনে কোনো খুশির খবর আসতে পারে। অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করতে হতে পারে।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১
স্বল্প প্রচেষ্টায় কিছু পাবেন না। গৃহীত সমস্যাকে বাড়তে দেবেন না। পারিবারিক মনোমালিন্যের ফলে অর্থনাশ হবে। দুপুরের পর সমস্যা কমতে থাকবে। সন্ধ্যায় পরিচিত কেউ আপনাকে কাজের সুযোগ করে দিতে পারে। দিনের শেষে ঘরে বাইরে দু’দিকেই সমতা বজায় রাখতে পারবেন।

টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল,  ভিজিয়ে রান্না ঘরে রাখুন ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ২
কোনো অসাধ্য সাধন হতে পারে। গৃহীত বা বন্ধু স্থানীয়দের সঙ্গে আনন্দে কাটবে। দুপুরের পর অর্থনৈতিক দিক থেকে কোনো পরিবর্তন হবে না। কর্মক্ষেত্রের বাধা অতিক্রম করতে পারবেন। স্নেহভাজনের সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। আশা ভঙ্গের কারণ ঘটলেও সামলে নেবেন। রাতের দিকে সুখবর আসতে পারে।

টোটকা:  পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি,  শুভ সংখ্যা: ৭
বিভিন্ন কারণে বাড়ি ফেরার জন্য মন ব্যাকুল হবে। ন্যায্য পাওনা আদায় করে হিমশিম খেতে হবে। তবে দুপুরের পর বিশেষ কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। বাসায় অশান্তি এবং গুপ্ত শত্রুতার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনে কিছু নতুন সমস্যা হাজির হতে পারে।

টোটকা: কাক-পক্ষীকি দানা শস্য দান করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
কোনো নতুন সম্ভাবনা পারিবারিক জীবনে আনন্দ এনে দেবে। দিনের শুরু অত্যন্ত শুভ হলেও দুপুরের মধ্যে কাজ শেষ করতে পারলে ভালো হয়। কারো সঙ্গে সরাসরি মতবিরোধে না যাওয়াই কাম্য। বিকেলের পর সুযোগ এলে নিজের মতামত প্রকাশ করুন। পারিবারিক শান্তিতে বাধা ও অর্থনাশের সম্ভাবনা আছে।

টোটকা:  বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৭
অপরের অধীনে থেকে কোনো দায়িত্ব পালন করতে হবে। নিজের মনের মতো কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হবেন। পরিবেশ স্বপক্ষে আসতে বিকেল হয়ে যাবে। নতুন পরিকল্পনায় ভালোই অগ্রগতি এবং অর্থলাভ হবে। বিকেলে বিরুদ্ধ পরিবেশের ভিতরেই আপনি সফল হবেন। রাতের দিকে আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬
আপনার করা প্রচেষ্টার উপযুক্ত মূল্যায়ন হবে। সুখবর আসতে পারে। নিরাশাজনক পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবেন। বিকেলের পর অপ্রত্যাশিত শুভ পরিবর্তন হতে পারে। পরিবেশ অনুকূল থাকায় সহজেই উদ্দেশ্য পূরণ হবে। বিকেলের পর আটকে থাকা কাজের সমাধান হয়ে যাবে।
 
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
শর্তসাপেক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এমন ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ হবে যার মাধ্যমে আপনার উপার্জন বাড়তে পারে। শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। দিনের শেষে উদ্বেগের মধ্যেও সমাধানের ইঙ্গিত আছে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
দিনটি কাটবে উত্থান-পতনের মধ্যে। অচেনা কোনো ব্যক্তির সহায়তা পাবেন। কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে পারে। পদস্থ ব্যক্তির সান্নিধ্যে উপকৃত হবে। অর্থাগম হওয়ার যোগ আছে। প্রিয়জনের জন্য উদ্বেগ হতে পারে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।