ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

উঁচু ভবনের তকমা হারাচ্ছে বুর্জ খলিফা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ১৮, ২০১৪
উঁচু ভবনের তকমা হারাচ্ছে বুর্জ খলিফা! সংগৃহীত

ঢাকা: বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তকমা হারাতে যাচ্ছে দুবাইয়ের ‘বুর্জ খলিফা’। সংযুক্ত আরব আমিরাতের ভবনটির এ তকমা কেড়ে নিতে দীর্ঘ এক কিলোমিটার আকাশ ছোঁয়া উচ্চতার (৩২৮০ ফুট) ভবন তৈরি করছে পার্শ্ববর্তী দেশ সৌদি আরব।



গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্থান করে নেওয়া আকাশচুম্বি বুর্জ খলিফার উচ্চতা ২৭১৬ ফুট।

সৌদিতে সবচেয়ে উঁচু ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভান্সড কনস্ট্রাকশন টেকনোলজি সার্ভিসেস’র (অ্যাক্টস) বিশেষজ্ঞরা সম্প্রতি ঘোষণা দেন, নির্দেশনা অনুযায়ী ৩২৮০ ফুট উচ্চতার ভবন নির্মাণ করা হচ্ছে সৌদি শহর জেদ্দায়।

নির্মিতব্য ‘দ্য কিংডম টাওয়ার’র জন্য বরাদ্দ রাখা হয়েছে একশ‘ ২৩ কোটি মার্কিন ডলার। ২০০ তলা বিশিষ্ট ভবনটি থেকে দূরবর্তী লোহিত সাগরের সৌন্দর্য অবলোকন করা যাবে।

স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেটের মতে, ২০০ ফুট গভীর ভিত্তির ভবনটি নির্মাণে ৫৭ লাখ স্কয়ার ফুট কংক্রিট ও ৮০ হাজার টন স্টিল ব্যবহার করা হবে। আগামী ২০১৯ সাল নাগাদ ভবনটি নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

নির্মাতারা বলছেন, এতো উঁচু ভবন হওয়ায় হয়তো দর্শনার্থীরা এই ভবনে থেকেই মেঘ ছুঁয়ে দিতে পারবেন!

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।