সময়ের জনপ্রিয় বাহন সাইকেল। বর্তমানে তারুণ্যের ক্রেজ এ বাহনটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ধরনের ফোল্ডিং বাইসাইকেল বেশ জনপ্রিয় হয়েছিল। সেটা ব্যবহার করতেন সৈন্যরা। কিন্তু সে ধারণাকে আরও আধুনিক রূপ দিয়েছেন এখনকার প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা। পিঠে নিয়েই ঘুরতে পারবেন বাইসাইকেল!

বিশেষ করে যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় ব্যাকপ্যাক ফোল্ডিং বাইসাইকেল। বাইসাইকেলটির নাম বার্গমনখ। সাইকেলটির ওজন মাত্র সাড়ে ৯ কেজি। তাই অনায়াসে নেওয়া যায় পিঠে। আর ব্যাগ থেকে খুলে সাইকেলে রূপান্তরিত করতে সময় লাগে মাত্র ২ থেকে ৩ মিনিট।

এটা চালানো ও মেনটেইন করাও খুব সহজ। মানুষ ছাড়াও এটা অতিরিক্ত ১০-১২ কেজি মালামাল বহন করতে পারে। সামনের চাকাটি বড় হওয়ায় সুবিধা পাওয়া যায় বেশি।

যারা পর্বত আরোহণ করতে ভালোবাসেন তাদের প্রথম পছন্দ বার্গমনখ সাইকেল। কারণ উঁচু-নিচু রাস্তায় চলতে বেশ সুবিধা পাওয়া যায় এতে। আর মালামাল বহনের বিষয়টি তো আছেই। সাইকেলটির দাম বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লাখ টাকা।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪