ঢাকা: অসহ্য গরমে অতিষ্ঠ নগরবাসী। দিনের বেলায় বৈশাখের খরতাপে অসহ্য যন্ত্রনা।
গত কয়েকদিন ধরে রাজধানীর গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াস। গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষগুলো। দিনের বেলায় প্রচণ্ড রোদের মধ্য দিয়ে জীবনের তাগিদে বাধ্য হয়েই কর্মের জন্য রাস্তায় নামতে হচ্ছে তাদের।

রাতের গরমে খোলা আকাশের নিচে একটু আরামে বিশ্রাম কাটাতে হচ্ছে। কিন্ত মশার যন্ত্রনায় সেখানেও সারাদিনের কর্মশেষে আরামে বিশ্রাম নিতে পারছেন না।
রাজধানীর বিমানবন্দর এলাকা ঘুরে দেখা যায়, গরমে ঘরে থাকতে না পেরে রাস্তার আইল্যান্ডের মাঝে ঘুমাচ্ছেন অনেকে। কিন্ত মশার যন্ত্রনায় ঘুমাতে পারছেন না।

মশারীর মধ্যে এপাশ ওপাশ করতে হচ্ছে। যন্ত্রনার রাত যেন শেষ হচ্ছে না।
বিমানবন্দর এলাকায় রাত ২টার দিকে কথা হয় ইনতাজ মিয়ার (৫৫) সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, সারাদিন বৈশাখের গরম আর রাতে মশা। এ যেন মরার ওপর খরার ঘা। গরীবের কোথাও শান্তি নেই।

এসময় সঙ্গে থাকা স্টাফ ফটো করেসপন্ডেন্ট হারুন ভাই ছবি তুলতে গেলে মধ্য বয়সী এক নারী বলেন, ছবি তুললে আপনাদের লাভ, আমাদের কোনো লাভ নেই। আমরা সারাদিন গরমের সঙ্গে যুদ্ধ করি, রাতে যুদ্ধ গরম ও মশার সঙ্গে।
সারাদিনের কষ্টের পর রাতে ছেলে-মেয়েদের নিয়ে একটু আরামে ঘুমাবো গরম ও মশার কারণে তাও পারছি না।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪