ঢাকা: সমুদ্র সৈকত এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বিত টাস্ক ফোর্স গঠন করা উচিৎ বলে মন্তব্য করেছেন ফয়েজ সাগর।
মঙ্গলবার বাংলানিউজের ‘সমুদ্রস্নানে কেন হারায় তাজা প্রাণ’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।
পরামর্শ দিয়ে সাগর আরও বলেন, এছাড়া স্থানীয় এলাকাবাসীদের ট্রেনিং দিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা দরকার, যারা সমন্বিত টাস্ক ফোর্সের অধীনে সমুদ্রে নিঁখোজ বা ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করবেন।
সাগর বলেন, সমুদ্র সৈকত এলাকায় ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের পর খুব কাছেই চিকিৎসা সেবা পাওয়া যায় না। সৈকতের খুব কাছে চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশের সবকটি সৈকতে নামার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪