ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সেন্টমার্টিনে ৪ বিচ কর্মী নিয়োগ, চলছে প্রশিক্ষণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, এপ্রিল ২২, ২০১৪
সেন্টমার্টিনে ৪ বিচ কর্মী নিয়োগ, চলছে প্রশিক্ষণ লে. কাজী হারুনুর রশিদ

ঢাকা: সম্প্রতি সেন্টমার্টিনে ঘুরতে আসা বেসরকারি আহসানউল্লা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের মৃত্যু এবং দু’জন নিখোঁজ থাকার ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষথেকে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের লে. কাজী হারুনুর রশিদ।

মঙ্গলবার গাজীপুর থেকে এরশাদ নামে নাগরিক মন্তব্যে অংশগ্রহনকারী একজনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।



তিনি জানান, এ ঘটনার পর গত সপ্তাহ থেকে ৪জন বিচ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে তাদের নৌবাহিনীর ডুবুরিদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া বিপজ্জনক এলাকাগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড ঝোলানো হচ্ছে। আজকে দুর্ঘটনা কবলিত এলাকায় ঝোলানো হয়েছে।

লে. হারুণ সেন্টমার্টিনসহ সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের কিছু পরামর্শ ফলো করার পরামর্শ দিয়েছেন।

এগুলো হলো- পর্যটকদের সচেতন হতে হবে, নিজের সেফটি সম্পর্কে নিজের ধারণা থাকতে হবে। এরপর যে অঞ্চলে ঘুরতে যাবে ওই এলাকার জোয়ার-ভাটা সম্পর্কে জানতে হবে। ওই সময় সমুদ্রে না নামাটাই ভালো।

এর পাশাপাশি কোনো পর্যটক যদি পানিতে নামতে চায় তাহলে বিচ কর্মী আশপাশে রয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। এছাড়া স্থানীয়ভাবেও সমুদ্রের জোয়ার-ভাটা সম্পর্কে ধারণা নিতে পারে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।